উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দেশের উত্তর-পূর্বাঞ্চলে সবচেয়ে বিতর্কিত আইন হল আফস্পা। দীর্ঘদিন ধরে এই আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মানুষ। এবছরের মধ্যেই অসম থেকে তুলে নেওয়া হতে পারে এই বিতর্কিত আইন। ‘আফস্পা’ সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন। টুইট করে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বর্তমানে অসমের ৮ জেলা এই আফস্পা আইনের অন্তর্ভূক্ত।
We are aiming at withdrawing AFSPA completely from Assam by the end of 2023. We will also rope in ex-military personnel to train our police force.
Excerpts from my speech 👇 https://t.co/d723eVih4y
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 22, 2023
সোমবার অসমের দেরগাঁও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কমান্ডান্টদের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ফলে এবছরের মধ্যেই রাজ্য থেকে ‘আফস্পা’ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হতে পারে। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের পর সেই দায়িত্ব সামলাবে অসম পুলিশ। নভেম্বরের মধ্যে পুরো অসম থেকে আফস্পা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। আমরা প্রাক্তন সেনা আধিকারিকদের দিয়ে আমাদের পুলিশ ফোর্সের প্রশিক্ষণের ব্যবস্থা করব।”
কী এই ‘আফস্পা’? আফস্পা বা সেনার বিশেষ আইন নিয়ে বিতর্ক নতুন নয়। স্বাধীনতার অব্যবহিত পরেই ব্রিটিশের তৈরি এই আইন বলবৎ হয়েছিল উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু-র আমলে উত্তর-পূর্ব ভারতের এই অঞ্চলের জন্য ‘আফস্পা’ (১৯৫৮) আইনটি তৈরি হয়। সেই সময় এনিয়ে সংসদে তুমুল বিতর্ক হয়েছিল। ১৯৯০ সালে এই আইন অসমের কিছু জেলায় বলবৎ করা হয়। তারপর থেকে প্রতি ৬ মাস অন্তর রাজ্যে এই আইনের মেয়াদ বাড়ানো হয়েছে।
আফস্পা আইনে সেনাকে পুলিশ বাহিনীর বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে পুলিশের অতিরিক্ত ক্ষমতাও সেনাকে দেওয়া হয়েছে। যেমন তারা সন্দেহজনক যেকোনও ব্যক্তিকে আটক জেরা করতে পারে। এর জন্য কোনও ওয়ারেন্টের প্রয়োজন নেই। এছাড়া উগ্রপন্থী সন্দেহে গুলি চালোনার ক্ষেত্রেও পুলিশের তুলনায় সেনার ক্ষেত্রে কড়াকড়ি কম। পুলিশ দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের মোকাবিলা সম্ভব নয় বলেই সেনা বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে ওই এলাকায় মোতায়েন করা হয়েছিল। কিন্তু এই আইন নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। সমালোচনাও হয়েছে।
সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’ (AFSPA) তোলার দাবিতে মণিপুরে দীর্ঘ আন্দোলন চালিয়েছেন ইরম শর্মিলা চানু। তাঁর অনশন আজ ইতিহাস। নাগাল্যান্ডেও এই আইন নিয়ে কম জলঘোলা হয়নি। সবমিলিয়ে, উত্তর-পূর্ব ভারতের জন্য আফস্পা অত্যন্ত স্পর্শকাতর বিষয়।