Friday, May 3, 2024
Homeউত্তর সম্পাদকীয়ফেক নিউজ শিল্পে সব পার্টি সমান

ফেক নিউজ শিল্পে সব পার্টি সমান

ভোটবাজারে ভুয়ো খবর ছড়ানোয় ফ্যাক্টরিগুলো সক্রিয়। সঙ্গে আছেন ইউটিউবাররা। পালটাচ্ছে চারপাশের পৃথিবী।

  • রূপায়ণ ভট্টাচার্য

লতা মঙ্গেশকর, এই জাতীয় কথায় আপনি একদা ভারত-মাতানো গান গেয়েছিলেন ‘ববি’ ছবিতে। তবে ঝুট বলে আর কউয়া কাটে না এ দেশে।

হৃষীকেশ মুখার্জি, আপনিও এই নামে আপনার শেষ সিনেমা বানিয়েছিলেন। তবে ঝুট বলে আর কউয়া কাটে না এ দেশে।

যত ঝুট, তত জনপ্রিয়তা। কউয়া কাটে না, লোকে লাইকে লাইকে ধন্যি ধন্যি করে।

প্রথম গল্পটা লুকিয়ে একটা কথোপকথনে।

সাংবাদিক : আপনার এত এনার্জির রহস্যটা কী?

মহুয়া মৈত্র : (হেসে) এগস।

সোশ্যাল মিডিয়ায় ভারতজুড়ে লেখালেখি শুরু হয়ে গেল, মহুয়া বলেছেন ‘সেক্স’। এগস মানে ডিম। সেটা সুকুমার রায়ের গল্পের ঢংয়ে দিব্যি হয়ে গেল সেক্স। এগস বনাম সেক্স-সে এক কাণ্ড। কেউ দেখলই না, ভদ্রমহিলা কথাগুলো বলেছেন কার র‌্যালিতে যেতে যেতে। পুরুষ পরিবৃত হয়ে। ওখানে এত সস্তা রসিকতা হয় না।

দ্বিতীয় গল্প আরও টাটকা।

প্রথম দফার ভোটের আগের সন্ধ্যায় টিভিজুড়ে ব্রেকিং নিউজ–উদয়ন গুহকে ভোটের দিন নিজের এলাকায় গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চ্যানেলে, ওয়েবের মাধ্যমে দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে। উদয়নের ইন্টারভিউ বেরোল। নিশীথকে লাইভ ধরা হল। দুজনেই আক্রমণাত্মক বক্তব্যে ভরিয়ে দিলেন। কিছুক্ষণ পরে জানা গেল, কমিশন এমন কোনও সিদ্ধান্তই নেয়নি।

সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়ার খবর, আমাদের ভারতে এই মুহূর্তে ৭৫০ ফেক নিউজ আউটলেট রয়েছে। ৫৫০ ডোমেন থেকে ছড়ানো হচ্ছে ফেক নিউজ।

ফেক শব্দ থেকে এখন পালটে হয়েছে ডিপ ফেক। মিথ্যে থেকে ডাহা মিথ্যে।

কোন পার্টিকে ছেড়ে কোন পার্টিকে ধরবেন? সব পার্টিই এখানে এক গোয়ালের গোরু। সবাই ফেক নিউজের ফ্যাক্টরি খুলে বসেছে নিজস্ব স্টাইলে। কেউ গণহারে, কেউ বেশি, কেউ একটু কম। পকেটের রেস্ত অনুযায়ী।

উত্তরবঙ্গ সংবাদের খবরের ক্ষেত্রে যা দেখতে পাচ্ছেন, এটাও সেই ফেক ফ্যাক্টরির উৎপাদন। নিজেদের পছন্দমতো এমন খবর আসল কাগজে পেস্ট করে দেওয়া হচ্ছে। তারপর তার ছবি তুলে বাড়ি বাড়ি বিলি চলছে। এটা শুধু উত্তরবঙ্গ সংবাদ নয়। গোটা দেশেই চলছে।

কোথাও রাহুল গান্ধির পাঁচ বছর আগের মিছিলে মুসলিম লিগের ছবি দেখিয়ে বলা হচ্ছে, দেখুন কী কাণ্ড। কোথাও হেমা মালিনীর পুরোনো রেকর্ড দেখিয়ে বলা হচ্ছে, তিনি কীভাবে বড় গাড়ি দাবি করেছেন। তুরস্কের একটা কারখানার পুরোনো ভিডিও দেখিয়ে বলা হচ্ছে, কেরলে হিন্দুদের আনা দুধে স্নান করছেন এক মুসলিম। শুক্রবারই পড়লাম, মুম্বই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনে নকল মার্কশিট হোয়াটসঅ্যাপে বিক্রি হচ্ছে দশ থেকে বারো হাজার টাকায়। এআইয়ের আবির্ভাবে আরও রমরমা হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়, ফেক নিউজ কলেজগুলোর।

এর উলটোও রয়েছে। সত্যি একটা খবরকে মিথ্যা বলে চালিয়ে দেওয়া।

আজমগড়ের বিজেপি এমপি ভোজপুরি অভিনেতা দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া বলেছিলেন, ‘মোদিজির কি কোনও সন্তান রয়েছে? আমায় বলুন। যোগিজির কি সন্তান রয়েছে? মোদিজি, যোগিজি মিলে দেশের বেকারসমস্যা কমিয়েছেন।’ এই ভিডিও প্রথমে পোস্ট করেন এক ইউটিউবার। তারপর যুব কংগ্রেসের জাতীয় প্রেসিডেন্ট বিভি শ্রীনিবাস। ব্যাপারটা ভাইরাল হওয়ার পর নিরাহুয়া বললেন, এই ভিডিও ফেক। তা দেখে অমিত মালব্য সহ একাধিক বিজেপি নেতা কংগ্রেসকে তুলোধোনা করলেন ফেক পোস্টের জন্য। পরে দেখা গেল, ভিডিও আসল। নিরাহুয়া সত্যিই তা বলেছিলেন। ততদিনে অবশ্য বিজেপি ঘনিষ্ঠ বহু সংবাদমাধ্যম লিখে ফেলল, খবরটা ভুল। যা আসলে নয়।

যতদিন যাবে, ততই এসব বাড়বে ভোটবাজারে। আমি, আপনি সবাই হোয়াটসঅ্যাপে পাওয়া বার্তা চেনাশোনাদের ফরোয়ার্ড করে দিই। ভালো করে চেক করি কি? শিলংয়ে তৃণমূলের নেতা মুকুল সাংমার এক চিঠি ভাইরাল হয়েছে। যেখানে তিনি কিছু নেতাকে নিয়ে বিজেপিতে যাওয়ার আর্জি জানিয়েছেন। টিভি, কাগজে সে খবর বেরোনোর পর জানা গেল, সেটা সম্পূর্ণ নকল। এ কাজ বিজেপি যেমন করছে, কংগ্রেস-তৃণমূল-সিপিএমও তাই। ফেক নিউজকেই অস্ত্র করছে। সব পার্টির এক রোগ। উদাহরণ দিতে শুরু করলে তাতেই শেষ হয়ে যাবে লেখা।

এই ফেক নিউজের পাশাপাশি থাকছে বেশ কিছু ইউটিউবারের কাণ্ড। প্রত্যেক পার্টির রয়েছে নিজস্ব ইউটিউবার। এর বাইরেও রয়েছে অন্য দুর্ভোগ। দু’দিন আগে বেঙ্গালুরুর এক ইউটিউবার চেন্নাইয়ের বিমানের টিকিট কেটে বিমানবন্দরে ঢোকে। সিকিউরিটি চেক করে বিমানে না উঠে ঘুরে ঘুরে অজস্র ছবি তুলে যায়। পরবর্তীতে ইউটিউবে দাবি করে, চব্বিশ ঘণ্টা বিমানবন্দরে কাটিয়েছে কীভাবে। আসলে ঘণ্টা ছয়েক ছবিটবি তুলে সে নিরাপত্তারক্ষীকে বলে, প্লেন মিস করেছি। বোর্ডিং কার্ড দেখিয়ে বেরিয়ে যায়। স্বাভাবিকভাবে তোলপাড় শুরু নিরাপত্তা ব্যবস্থা ঘিরে। আসল সত্যি জানার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এক বাঙালি অভিনেত্রীকে জানি–তাঁর সিনেমায় কোনও কাজ নেই। সিরিয়ালেও আর দেখা যায় না। মাঝে মাঝে কিছু নাচ-গানের ছবি পোস্ট করেন শুধু সোশ্যাল মিডিয়ায়। কিছু উত্তেজক, কিছু বিতর্কিত। তাতেই সিনেমা-টিভির চেয়ে বেশি রোজগার। দেশ-বিদেশ ঘুরে বেড়ান। চিন-কোরিয়া ঘুরে ঘুরে শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গে প্লাস্টিক সার্জারি করেন মাঝে মাঝে। অথচ আগে খুব ভালো অভিনয় করতেন। জনপ্রিয় ছিলেন। এখন অভিনয় থেকে হারিয়ে গেলেও ইনস্টাতে প্রবলভাবে আছেন কুড়ি লক্ষের বেশি ফলোয়ার নিয়ে। সেখান থেকেই বিশাল রোজগার।

আরও কায়দা করে বললে, এঁরাও সবাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অংশ।

এই রকম ফেক নিউজ মেকার, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় আমাদের চারপাশে বেড়ে চললে কী হবে? আসল সত্যিটা বের করে আনাই কঠিন। ফেক নিউজের মহিমা শুধু ভারতে নয়, গোটা পৃথিবীতে। ইউক্রেনের পুরোনো যুদ্ধবিধ্বস্ত শহর দেখিয়ে বলা হচ্ছে, গাজায় শিশুরা কেমন দুরবস্থার মধ্যে। চিলির দাবানলের ছবি হয়ে যাচ্ছে ইজরায়েলের ওপর ইরানের হামলার ছবি। ওভাবেই বুর্জ খলিফায় ছবিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাকিস্তানি মেয়ের পাশে দেখানো হচ্ছে পোষা স্নো লেপার্ড। বানানো, সব বানানো।

ভারতের ফেক নিউজ নির্বাচনের প্রেক্ষাপটে আরও ভয়ংকর।

কেন্দ্রীয় সরকারও সম্ভবত চায় না ফেক নিউজ পুরোপুরি মুছে যাক। অতীতে দিল্লির প্রেস ক্লাব ফেক নিউজ বন্ধ করার জন্য সেমিনার করতে চাইছিল। কেন্দ্রের তরফে এত বাধা এল নানা দিক থেকে, করাই গেল না। এই সপ্তাহে সেটা হচ্ছে। ছয় বছর আগে প্রেস ক্লাবে সাংবাদিকদের সভায় ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত রভিশ কুমার বলেছিলেন, ‘ফেক নিউজ নিয়ন্ত্রণের নামে আসল খবর আটকে দিচ্ছে কেন্দ্র। কোনও সাংবাদিকের কাছ থেকে যদি অ্যাক্রিডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়, তা হলে তা আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য।’ এটাও আর একটা ভয়ংকর দিক। আরও ভয়ংকর দিক, বিভিন্ন পার্টির তরফে তৈরি ভিডিওগুলো। কোথায় কে কী বানিয়ে দেবে, আপনি জানতেও পারবেন না।

দেশের বিভিন্ন প্রান্তে ইউটিউবাররা কেন্দ্র ও রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে সাহস নিয়ে কাজ করছে প্রাণ হাতে করে। সর্বভারতীয় মিডিয়া যা পারে না। তবে বেঙ্গালুরুর ওই ধরনের ইউটিউবারদের সংখ্যা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় আড়ালে চাপা পড়ে যাচ্ছেন তাঁরা। ইউটিউবারদের ওই ধারা ছড়িয়ে পড়েছে টিভি চ্যানেলের কলতলার ঝগড়ায়। ওখানে আগে গলার শির ফুলিয়ে চ্যাঁচামেচি চলত। এবার আরও উচ্চগ্রামে হাত-পা নাড়িয়ে, মুখ বিকৃত করে ভাষণ চলছে। ক’দিন পরে হয়তো স্টুডিওতে আলোচকদের হাতাহাতি হবে। কেননা দাঁত, মুখ খিঁচোলে বেশি লাইক, বেশি ভিউয়ার এবং সেটাই সব।

আপনি এসবের মধ্যে নিজেকে মানিয়ে নিতে না পারলে আপনি পুরোনোপন্থী। বিদায় নিন।

এইসব নতুন ছবির মাঝে আড়ালে চলে যাচ্ছেন লেখকরা।

তুমি লিখছ। লিখে যাও অনর্গল। কোনও লাভ হবে না। এখন বলার যুগ। বলে যাও। লেখা বন্ধ করে বলে যাও। তা হলেই লাভ।

এক তরুণ লেখক বছর কয়েক আগেও আক্ষেপ করতেন, পঁচিশ বছর লিখেও যা জনপ্রিয়তা পাওয়া যায়নি, দু’বছর সিনেমা পরিচালনা করেই তা পাওয়া যায়। এখন এক সিনেমা পরিচালককে আক্ষেপ করতে শুনলাম, বাংলা সিনেমারও দিন শেষ। করে কোনও লাভ নেই। রিলিজ করার হল নেই। হল ভরানোর দর্শক নেই। মার্কেটিংয়ের সুযোগ নেই। ওটিটি করলে ঠিক আছে। সিনেমা নয়।

লেখক হয়তো আগে পরিচালককে হিংসে করত। এখন পরিচালকের সেই দিন নেই। পরিচালক বা অভিনেতাদের এখন হিংসে করার সময় ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর, রিল করিয়েদের।

একটা করে ছোট রিল। তার কী রিচ! কারও গোটা দশেক রিল ভাইরাল হলেই গোটা দেশ জেনে যায় তাকে। সে তখন তারকা।

লেখা অনেক পরিশ্রমের। লেখক তুমি বিশ্রামে যাও!

এখন ফেক নিউজ দেখার সময়। এখন ইউটিউবে বক্তৃতা দেওয়ার সময়। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার সময়।

যত ঝুট, তত জনপ্রিয়তা। স্বর্গগত লতা মঙ্গেশকর-হৃষীকেশ মুখার্জির দিব্যি– ভয় নেই, ঝুট বোলে কউয়া আর কাটে না।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Unbearable stomach pain, 'Comedy Queen' Bharti Singh is crying in the hospital

Bharti Singh | অসহ্য পেট ব্যথা, হাসপাতালে কেঁদে ভাসাচ্ছেন ‘কমেডি ক্যুইন’ ভারতী সিং

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টিভির পর্দায় তাঁকে সবাই হাসিখুশি দেখতেই অভ্যস্ত। কোনও কমেডি শো হোক বা রিয়্যালিটি শো সবকিছুতেই তিনি যেন পারদর্শী। বলিউডের(Bollywood) ‘কমেডি...

Narendra Modi | ‘ছোটদের ভবিষ্যৎ নষ্ট করছে তৃণমূল’, দুর্নীতি ইস্যুতে তোপ মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ছোটদের ভবিষ্যৎ নষ্ট করছে তৃণমূল।’ দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে এভাবেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার বীরভূমের...

Mamata Banerjee | ‘মেয়েটার কান্না হৃদয় ভেঙে দিয়েছে’, শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে ধুয়ে দিলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  শুক্রবার বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারের (TMC Candidate Sharmila Sarkar) সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ...

স্ট্রোকের প্রবণতা বাড়ছে অল্পবয়সিদের মধ্যে! কীভাবে ঝুঁকি এড়াবেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে কমবয়সিদের মধ্যে স্ট্রোক হওয়ার প্রবণতা অনেকাংশেই বাড়ছে। ৪০-এর আশপাশে বয়স, এমনকি ৩০-এর কোটায় দাঁড়িয়ে আছেন, এমন অনেকেই এই রোগে...

Pakistan | পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস, তারপর…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয়েছে অন্তত ২০ জন যাত্রীর। গুরুতর আহত...

Most Popular