Saturday, April 27, 2024
Homeউত্তর সম্পাদকীয়ওপেনহাইমারের পাঁচালি ও পথের পাঁচালী

ওপেনহাইমারের পাঁচালি ও পথের পাঁচালী

বাংলা সম্পর্কে ভিনরাজ্যের মানুষের জ্ঞানের মারাত্মক অভাব। ভালো ধারণা দেওয়ার দায়িত্ব আমাদের সকলেরই।

চিরদীপা বিশ্বাস

অস্কারমঞ্চে ওপেনহাইমারের জয়জয়কার প্রসঙ্গে কথা হতে হতে হঠাৎ সেদিন আমার এক ভিনরাজ্যের বন্ধু যখন জানতে পারল যে সিনেমাটা আমি দেখিনি, সে স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত বসে রইল। তারপর শুরু হল তার ‘ওপেনহাইমার পাঁচালি’।

সিনেমাটার সম্পর্কে নানা ধরনের জ্ঞান নিশ্চুপে শুনে তাকে আশ্বস্ত করলাম, সত্যিই অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। অবশ্যই সেটা আমি শুধরে নেব। এরপর প্রশ্ন করলাম ‘সত্যজিৎ রায়কে বারে মে জানতি হ্যায় কুছ?’ তৎক্ষণাৎ উত্তর এল, স্কুলের জিকে বইতে সে পড়েছে ‘রে নে অস্কার জিতা থা’। গল্পটা ঠিকঠাকই এগোচ্ছিল কিন্তু বাদ সাধল বন্ধুটির ‘পথের পাঁচালী’ সম্পর্কিত অসাধারণ কিছু তথ্য।

‘ইয়ে সিনেমা তো দ্রৌপদী কো লেকর হ্যায় না?’ আমি যেন চারশো চল্লিশ ভোল্টের একটা ঝটকা খেলাম। ‘পথের পাঁচালী’ আর দ্রৌপদীর সম্পর্কটা বুঝতে অপারগ আমাকে সে বুঝিয়ে দিল, ইংরেজিতে সে যখন ‘পাঁচালী’ শব্দটা পড়েছে তার বানানটা হয়েছে পাঞ্চালী। অর্থাৎ দ্রৌপদী। এরপর আরও কিছু অভিনব তথ্য শুনে (যেমন ইন্দিরঠাকুরণ নাকি পুরুষ চরিত্র ইত্যাদি) নিজেকে সমৃদ্ধ করে, ওকে বললাম, গিয়ে আগে সাবটাইটেল সহযোগে সিনেমাটা দ্যাখো।

সত্যি বলতে এটাই এক এবং একমাত্র ঘটনা নয়। রাজ্যের রাজধানী শহরে পড়াশোনার সুবাদে কিছু ভিনরাজ্যের বন্ধুদের সঙ্গে আলাপ হয়েছে। তাদের অধিকাংশের কাছেই ‘বাংলা মতলব মাছভাত, মিষ্টিদই, রসগোল্লা অউর কালাজাদু’। এমনকি হালফিলের ‘এক মছলি পানিমে…’ ট্রেন্ডে ‘মছলি উঠাকে খালি, বেঙ্গলি থিনা’ যুক্ত হয়েছে। হালকা ছলে দেখলে ব্যাপারটা ‘ক্যাজুয়াল’ই বটে। তবে বাঙালি মানে নোবেল প্রাইজ, বাঙালি মানে অস্কার, বাঙালি মানে নেতাজি সুভাষ, বাঙালি ব্লকবাস্টার- এমন ধারণা কেন আসে না! ঠিক কতজনকে এই প্রশ্ন ভাবায় আজকাল খুব সন্দেহ।

এরকম কথাবার্তা প্রতিটা পদে পদেই হয়তো প্রায় সব বাঙালিকেই শুনতে হয়। অনেকে সমুচিত জবাব দেন, অনেকে আবার দেন না। বলা ভালো, দিতে পারেন না। ওটিটি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম চষে খাওয়া, কে-ড্রামার ডাবড ভার্সন গোগ্রাসে গেলা বা অ্যানিমের প্রতিটা ইঞ্চি সম্পর্কে খবর রাখা আজকের বাঙালি ছেলে বা মেয়েটির, সত্যজিৎ রায় বা রবি ঠাকুর সম্পর্কে জ্ঞান ওই জিকে বইয়ের দুটো পাতাতেই আবদ্ধ। ভিনরাজ্যবাসী সেই মেয়েটি তাই যদি বলত, বাঙালিরাই তো বাংলা নিয়ে জানে না সবটা, সত্যিই কী জবাব দিতাম তার?

‘ন্যাশনাল অ্যানথেম’, ‘ন্যাশনাল সং’ দুটোই বাঙালির মস্তিষ্কপ্রসূত। এরকম উজ্জ্বল কৃতিত্ব দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে। তবুও, বাংলা আজও আঞ্চলিকতার গণ্ডিতে আবদ্ধ, জিকে বইয়ে সীমাবদ্ধ। ইংরেজি বছর শুরুর মাসখানেক আগে থেকেই এখন ‘নিউ ইয়ার রেজোলিউশন’ ট্রেন্ডিং টপিক। বাংলা নতুন বছর আগমন-এর আর মাত্র একটা মাস। তাই বাঙালি হিসেবে কি মনে মনে ভাবা যায় না যে, যতই ছেলে আমার ইংরেজি-হিন্দিতে চোস্ত হোক না, মাতৃভাষার স্বাদ আস্বাদন করতে শেখাব, কে-ড্রামার পাশাপাশি ‘অপু ট্রিলজি’ কী তা জানাব। আর বাঙালি হওয়ার সুবাদে ‘পাঁচালি’-কে কেউ ‘পাঞ্চালী’ ঠাওরালে সঠিক তথ্য দেওয়ার মতো জ্ঞান নিজে অর্জন করব।

(লেখক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কোচবিহারের বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CM Mamata Banerjee | দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি, ভেতরে হোঁচট খেয়ে পড়ে গেলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি। কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিস্তারিত আসছে...

Fire | জেনারেটরে শর্ট সার্কিট! বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাগডোগরার একটি বিল্ডিং...

0
বাগডোগরাঃ শনিবার দুপুরে বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাগডোগরার একটি বহুতল বিল্ডিং। এদিন বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে স্টেশন মোড় এলাকার...

SSC Verdict | চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল সল্টলেক, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেকের এসএসসি ভবন। শনিবার বাম যুব সংগঠনের নেতৃত্বে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন চাকরিহারাদের একাংশ।তখনই তাঁদের...

Dinhata | ‘দিনহাটায় কিছু ডাক্তার আবার ডাকাতি শুরু করেছে’, মন্ত্রী উদয়নের পোস্ট ঘিরে শোরগোল

0
দিনহাটা: দিনহাটা মহকুমা হাসপাতালে সক্রিয় দালালচক্র! জেলা হাসপাতালে রোগী রেফার হলেই দালালের মাধ্যমে নার্সিংহোমে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ। সেখানে অপারেশন করছেন খোদ মহকুমা হাসপাতালের...

SSC Scam | ‘চাকরি বাতিলের তালিকায় কারা যোগ্য, তা বলা সম্ভব নয়’, কবুল করলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল। ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-অশিক্ষক...

Most Popular