Saturday, April 27, 2024
Homeউত্তর সম্পাদকীয়গেমে বুঁদ মানুষ, তারকারা ব্যস্ত টাকা কামাতে

গেমে বুঁদ মানুষ, তারকারা ব্যস্ত টাকা কামাতে

সাবান-পেস্ট-বিস্কুট আর রামি-তিনপাত্তি, পানমশলার বিজ্ঞাপন তো এক নয়! একটি প্রয়োজনের, আর একটি সর্বনাশা।

  • অজন্তা সিনহা

রামি, তিনপাত্তি বা এই জাতীয় ভাগ্য চমকে দেওয়া অনলাইন গেম খেলে নিমেষে কত লাখ টাকার মালিক হওয়া যায়– পর্দায় হাজির হয়ে নামীদামি তারকারা বিজ্ঞাপনের মাধ্যমে একথা বলছেন। আর মানুষ রাতারাতি বড়লোক হওয়ার তীব্র বাসনায় ঘণ্টার পর ঘণ্টা নেশাগ্রস্তের মতো ব্যস্ত থাকছেন হাতের মুঠোফোনে।

তাঁরা খেলছেন, কদাচিৎ জিতছেন, হারছেনই বেশি। আশাহত হয়ে আবার খেলছেন। এ হল জুয়া খেলার পুরোনো রীতি ও ফলাফল! একইভাবে কোনও বিশেষ পানমশলা বা ইলাইচি খেয়ে কতটা ফুর্তিতে টগবগ করবেন, এইসব যখন তারকাদের মুখে শুনছেন মানুষ, তখন তাঁরা পরিণত হচ্ছেন নেশার দাসে। শুধু নিজের চরম শারীরিক ক্ষতি করছেন তা নয়, যত্রতত্র থুতু ছিটিয়ে পরিবেশকেও দূষিত করছেন।

‘আপনিও হতে পারেন কারও চিত্ততারকা’…একটি জনপ্রিয় গায়ের সাবান ব্র্যান্ডের এই বিজ্ঞাপনে হেমা মালিনী, জিনাত আমন প্রমুখ তারকার মুখ প্রদর্শন আমাদের কৈশোরের চেনা ঘটনা। সুপারস্টার রাজেশ খান্নার ভুবন-ভোলানো হাসিমুখের ছবি টুথপেস্টের বিজ্ঞাপনে ব্যবহার–এও অনেকেই দেখেছেন। সাবান, পেস্ট, পোশাক, বিস্কুট ইত্যাদি পণ্যের বিজ্ঞাপনে সিনেমা তারকাদের উপস্থিতি বিপণন ও বিজ্ঞাপনের আদি যুগ থেকেই প্রচলিত। সংবাদপত্র থেকে সিনেমা ও ঘরের টিভির পর্দা হয়ে ডিজিটাল মাধ্যম– যুগের পরিবর্তনের সঙ্গে তাল রেখে পণ্যের বিপণনে তারকা সমাবেশ এখন গগনচুম্বী।

কথা হল, সাবান-পেস্ট-বিস্কুট আর রামি-তিনপাত্তি, পানমশলার বিজ্ঞাপন তো এক নয়! একটি প্রয়োজনের, আর একটি সর্বনাশা। তরুণ প্রজন্মের সামনে সিনেমা তারকারা বরাবরই আদর্শ। পরিসংখ্যান বলছে, পণ্য বিজ্ঞাপনের মডেল হচ্ছেন যেসব সেলেব্রিটি, তার ৮০ শতাংশ আসছেন সিনেমা জগৎ থেকে। হয়তো সকলেই রামি-তিনপাত্তি, পানমশলা ইত্যাদির বিজ্ঞাপনে অংশ নেন না। কিন্তু অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণ, অক্ষয়কুমার, রণবীর সিং প্রমুখ থেকে বাংলার প্রসেনজিৎ সকলেই বিরাট মাপের তারকা।

২০২২ সালে আইপিএল চলাকালীন সোশ্যাল মিডিয়ায় বিপুল হারে ট্রোল্ড হওয়ার পর অমিতাভ প্রথম সারির পানমশলা প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি ভেঙে, তাদের থেকে প্রাপ্ত টাকা ফিরিয়ে দেন। হায়, এমন শুভবুদ্ধি যদি অন্যদেরও হত! শোনা যায়, এই তারকাদের অনেকেই প্রচুর চ্যারিটি করেন! সেটা কি তাহলে শুধুই গিমিক, বাজারে ভালো মানুষের ইমেজ তৈরির সস্তা কৌশল? নাহলে কী করে এঁরা ন্যূনতম সামাজিক দায়িত্ব সম্পর্কে উদাসীন থাকেন!

স্মার্টফোন আসার পরই শুরু হয়ে গিয়েছে ব্যাপক হারে চরম সর্বনাশের খেলা! সকলেই কোনও না কোনও কারণে সারাদিন অনলাইনে থাকে। অ্যাপ ইনস্টল করা তো মিনিটের খেলা। এসবের জন্য খুব বেশি প্রযুক্তির জ্ঞানের প্রয়োজন পড়ে না। এই জাতীয় পণ্য বা গেম নির্মাণকারী সংস্থাগুলির সুবিধা হল, দেশের অগণিত অভাগা আজও সেই শিক্ষা থেকে বঞ্চিত, যেখানে দাঁড়িয়ে তাঁরা নিজেদের ভালোমন্দ বুঝবেন। আর যাঁরা বোঝেন, সেই তারকারা নিজেদের অর্থের ক্রীতদাসে পরিণত করেছেন, দুর্ভাগ্য এটাই।

(লেখক শিলিগুড়ির বাসিন্দা। সাংবাদিক)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Teen Dies By Suicide | মাকে মারধর করেন মাদকাসক্ত বাবা, হতাশায় আত্মঘাতী কিশোরী!

0
খারগোন (মধ্যপ্রদেশ): মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করেন। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। সেই হতাশায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। শুক্রবার মধ্যপ্রদেশের...

Lunar South Pole | চাঁদের দক্ষিণ মেরুতে আস্ত গবেষণাগার! ইতিহাস গড়ার লক্ষ্যে কোন দেশ?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে (Lunar south pole) তৈরি হবে আস্ত গবেষণাগার (Research station)! ঠিক এমনই পরিকল্পনা করেছে চিন (China)। জানা গিয়েছে,...

WFI । নির্বাসনের ছায়া ঘনাচ্ছে ভারতীয় কুস্তি ফেডারেশনের ওপর, সাবধান করল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থা(UWW) আবারও নির্বাসিত করতে পারে বলে সতর্ক করল ভারতীয় কুস্তি ফেডারেশনকে(WFI)। যার জেরে সমস্যায় পড়তে পারে...
tea-workers-were-surrounded-police-station-for-protest

Tea Worker | কাজ করেও মেলেনি বেতন, থানা ঘেরাও চা শ্রমিকদের

0
বানারহাট: নিয়মিত কাজ করেও বেতন পাননি শ্রমিকরা। এই অভিযোগ তুলে বানারহাট(Banarhat) থানা ঘেরাও করল তোতাপাড়া চা বাগানের শ্রমিকরা(Tea Worker)। শ্রমিকদের অভিযোগ, তাঁদের পাক্ষিক বেতেন...

ICDS | ভোটের পর ২২ দফা দাবিতে আন্দোলনে নামার হুমকি অঙ্গনওয়াড়ি কর্মীদের

0
চালসা: ভোটের আগে রাজ্য সরকারের তরফে অঙ্গনওয়াড়ি (ICDS) কর্মীদের মাসিক ৭৫০ টাকা ও সহায়িকাদের ৫০০ টাকা সাম্মানিক বাড়ানো হয়েছে। তবে এতে খুশি নন তাঁরা।...

Most Popular