উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৬ মার্চ অর্থাৎ শনিবার ঘোষণা হবে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল নির্বাচন কমিশন (Election Commission of India)। আগামীকাল বেলা ৩টায় সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। একইসঙ্গে চার রাজ্যের বিধানসভা উপনির্বাচনের (Assembly Bypoll) দিনক্ষণও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, আট থেকে নয় দফায় লোকসভা নির্বাচনের সম্ভাবনা। পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন হতে পারে। নির্বাচনের দিন ঘোষণা হলেই দেশজুড়ে লাগু হয়ে যাবে নির্বাচনি আচরণবিধি।
এদিন দুপুরে নির্বাচন কমিশনের মুখপাত্রের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই তথ্য জানানো হয়। পরে পোস্টটি শেয়ার করা হয় নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডেলে। কমিশনের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সঙ্গেই অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওডিশায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
লোকসভা নির্বাচনের আগে থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। প্রার্থীদের নামও ঘোষণা করতে শুরু করেছে একের পর এক দল।