Wednesday, May 8, 2024
HomeBreaking Newsস্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার চন্দ্রবাবু নাইডু, আটক ছেলে

স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার চন্দ্রবাবু নাইডু, আটক ছেলে

অমরাবতী: গ্রেপ্তার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডু। স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাঁকে নান্দিয়াল পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছেন দলের এক মুখপাত্র। ২০২১ সালের এই দুর্নীতি মামলায় চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল বলে সূত্রের খবর। আটক করা হয়েছে তাঁর ছেলে নারা লোকেশকেও।

টিডিপি সূত্রে খবর, দলীয় কর্মসূচি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু নাইডু। একটি জনসভায় ভাষণ দেন। তারপর বিশ্রাম নিচ্ছিলেন ভ্যানিটি ভ্যানে। সেখানেই অন্ধ্র পুলিশ ও সিআইডি হানা দেয়। এরপর গ্রেপ্তার করা হয় তাঁকে। এদিকে তাঁর গ্রেপ্তারি ঘিরে রীতিমতো নাটকীয় পরিবেশ তৈরি হয়। চন্দ্রবাবু নাইডুকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে টিডিপি কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছিল। গ্রেপ্তারির পর চন্দ্রবাবুকে নিয়ে যাওয়া হয় নান্দিয়াল হাসপাতালে। এদিনই তাঁকে আদালতে পেশ করা হবে। যদিও গ্রেপ্তারির পর চন্দ্রবাবু নাইডু দাবি করেন, তিনি কোনও ভুল করেননি। কোনও প্রমাণ না দেখিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ এও জানিয়েছে, নাইডু পুলিশকে সহযোগিতা করতে রাজি হন। সংশ্লিষ্ট ধারায় নাইডুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর মামলার বিস্তারিত তথ্য ও রিমান্ড রিপোর্ট দেওয়া হবে।

প্রসঙ্গত, চন্দ্রবাবু নাইডুকে গ্রেপ্তারির আশঙ্কা আগেই করেছিলেন তিনি। গত শুক্রবার অন্ধ্রপ্রদেশের সমাজ কল্যাণ মন্ত্রী মেরুগা নাগার্জুন সরব হন চন্দ্রবাবুর গ্রেপ্তারির দাবিতে। এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেছিলেন, সাধারণ মানুষের টাকা লুঠ করার অপরাধে চন্দ্রবাবুকে গ্রেপ্তার করা হোক।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sikkim | বৃষ্টিতে বেহাল সিকিমের রাস্তা, ব্যাঘাত পর্যটনে

0
সানি সরকার, শিলিগুড়ি: বৃষ্টি শুরু হওয়ায় উত্তর সিকিমের সঙ্গে গ্যাংটকের (Gangtok) সড়ক যোগাযোগ ব্যবস্থা কতদিন অক্ষত থাকবে, তা নিয়ে ঘোরতর আশঙ্কায় পর্যটন ব্যবসায়ীরা (Tourism...

Air India | কর্মীসংকটের জেরে বিপাকে এয়ার ইন্ডিয়া! ৮০টিরও বেশি বিমান বাতিল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কর্মীসংকটের জেরে বিপাকে এয়ার ইন্ডিয়া (Air India)। সূত্রের খবর, ৮০টিরও বেশি বিমান বাতিল করতে বাধ্য হয়েছে এই বিমান সংস্থা। ফলে...
Dra

Rapper Drake | কানাডায় জনপ্রিয় গায়কের বাড়িতে গুলি, জখম ১

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় গায়ক ড্রেকের (Rapper Drake) কানাডার(Canada) বাড়িতে হামলা। গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনায় একজন গুরুতর জখম হয়েছে। বর্তমানে হাসপাতালে তিনি চিকিৎসাধীন।...

Darjeeling Paragliding | ৭ বছর বন্ধ থাকার পর দার্জিলিংয়ে ফের চালু প্যারাগ্লাইডিং

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের (Tourist) আকর্ষিত করতে সাত বছর বন্ধ থাকার পর পুনরায় দার্জিলিংয়ে চালু হল প্যারাগ্লাইডিং (Darjeeling Paragliding)। এবার কার্সিয়াংয়েও (Kalimpong) এই...
Raidak-Range

Wood Theft | রেঞ্জ অফিস থেকে উধাও চোরাই কাঠ, উঠছে প্রশ্ন

0
রাজু সাহা, শামুকতলা: জঙ্গল থেকে কাঠ চুরির অভিযোগ (Wood Theft) হামেশাই ওঠে। তবে এবার খোদ রেঞ্জ অফিস থেকে কাঠ চুরির অভিযোগ উঠল। চারদিক ঘেরা...

Most Popular