বুনিয়াদপুর: প্রকাশ্যে চলছে জলাজমি ভরাটের কাজ। বুনিয়াদপুর পৌরসভা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে এফসিআই গোডাউনের সামনে এই কাজ চলছে। অভিযোগ, স্থানীয় বাসিন্দা উপেন্দ্রনাথ সরকার জলাভূমি সহ সামনে থাকা সরকারি জমির বিস্তীর্ণ এলাকাজুড়ে ২০ ফিট নীচু জমিতে অনুমতি ছাড়াই মাটি ভরাট করছেন। এ বিষয়ে সরব হয়েছে বংশীহারী নদী ও পরিবেশপ্রেমী সংগঠন।
রাজ্য সরকারের তরফে অবৈধ মাটিকাটা ও পুকুর বা জলাভূমি ভরাট রুখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সমষ্টি উন্নয়ন আধিকারিক, থানার আইসি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক কমিটিতে রয়েছেন। তা সত্ত্বেও কেনও এইভাবে জলাজমি ভরাটের কাজ চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পরিবেশপ্রেমী অমর পাল বলেন, ‘কোনভাবে সবুজ ধ্বংস করে বাস্তুতন্ত্র নষ্ট করে জলাভূমিতে মাটি ভরাট করা যাবে না। আমরা রবিবার ঘটনাস্থলে গিয়ে উপেন্দ্রবাবুকে বুঝিয়ে এসেছি। তারপর না শুনলে প্রশাসনের দ্বারস্থ হব। প্রয়োজনে গ্রীন ট্রাইবুনালে যেতে বাধ্য হব।‘ যদিও উপেন্দ্রনাথ সরকার জানান, ‘আমি গাড়ি রাখার জন্য আমার জলাভূমির সামনে পিডব্লিউডির নীচু জায়গায় মাটি ভরাট করছি। আমি কোনও অন্যায় করছি না।‘ বংশীহারী বিএলআরও, মলয় চক্রবর্তী জানিয়েছেন, ওই এলাকায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।