বানারহাট: বাজ পড়ে গাড়িতে আগুন! বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে বানারহাটের হাটখোলা এলাকায়। আগুনে গাড়ির ভিতর ও বাইরের বেশকিছু অংশ পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো কাজ শেষ করে গাড়িটি হাটখোলায় রেখে দেন মহম্মদ সাদাদ্দিন। রাত ১২টা নাগাদ বৃষ্টি শুরু হয়। সেইসময় হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা সেখানে পৌঁছে আগুন নেভালেও গাড়িটির বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। মহম্মদ সাদাদ্দিন জানান, রোজকার মতো গতকালও গাড়িটি তিনি সেখানে রেখে দিয়েছিলেন। এভাবে আগুন লেগে যাবে ভাবতে পারেননি।