শিলিগুড়ি: নান্দনিক নাট্যসংস্থা শিলিগুড়ি আয়োজিত চারদিন ব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন হয় গত ১ সেপ্টেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদীপ দাস মহাশয়, উত্তরবঙ্গ সংবাদ-এর জেনারেল ম্যানেজার প্রলয়কান্তি চক্রবর্তী, কর্মশালার প্রশিক্ষক তথা মাননীয় সদস্য সুরজিৎ সিনহা, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি, প্রশিক্ষক ঐন্দ্রিলা ঘোষ, নান্দনিক নাট্যসংস্থা শিলিগুড়ি সম্পাদক সাত্যকি চক্রবর্তী। এই চারদিন ব্যাপী এক অনন্য শিক্ষণীয় নাট্য কর্মশালায় শিক্ষার্থীদের থিয়েটার এবং অভিনয়ের রীতি নীতি এবং শৈলী সম্পর্কে অভিহিত করা এবং অনুশীলনের মাধ্যমে সেগুলোকে আত্মস্থ করানো হয়। যা গভীর প্রভাব ফেলেছে প্রত্যেকটি শিক্ষার্থীদের মনে। তাঁরা প্রত্যেকেই থিয়েটার এবং অভিনয়ের প্রতি উদ্বুদ্ধ হয়ে পড়েছেন এই কর্মশালার দরুণ।
প্রশিক্ষক সুরজিৎ সিনহা জানান, এই প্রশিক্ষণ শিবির সর্বতভাবেই সফল হয়েছে। আগামী দিনে এদের মধ্যে থেকে অভিনেতা-অভিনেত্রী সেই সঙ্গে পরিচালক পাবে শিলিগুড়ি। এছাড়াও তিনি জানান, শিলিগুড়ির নাটকের প্রসারে তিনি সর্বদা সঙ্গে রয়েছেন।