রায়গঞ্জ: আয়কর দপ্তরের হানার সময় তাঁর কাছে কত টাকা ছিল তা জানিয়ে দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বুধবার কোন্নগরের জনসভা থেকে কৃষ্ণ কল্যাণীর নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন আয়কর হানায় বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল অর্থ। তিন কোটি নগদ ও ছয় কোটি টাকার অলঙ্কার উদ্ধার হয়েছে।’ এনিয়ে আয়কর দপ্তরের বিবৃতি প্রকাশের দাবি করেন শুভেন্দু।
এর পরিপ্রেক্ষিতেই কৃষ্ণ কল্যাণী জানান, শুভেন্দু অধিকারী যে পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করার কথা বলেছেন তার ২০ শতাংশও তাঁর বাড়ি, অফিস ও কারখানা থেকে উদ্ধার করেনি আয়কর দপ্তর। কারখানা চালাতে যতটুকু যে পরিমাণ নগদ টাকার প্রয়োজন হয় ততটুকুই বাড়িতে ছিল, তার চেয়ে বেশি কিছুই ছিল না বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতার এমন মন্তব্যকে মনগড়া বলে দাবি করেন বিধায়ক। তিনি বলেন, ‘একজন ব্যবসায়ী হিসেবে আমার বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছে। আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে। সরকারী কর্মচারীরা আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান। উন্নয়নমূলক কাজকর্ম আমাদের ট্যাক্সের টাকায় হয়। লোডশেডিং অধিকারী যে সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়ান সেই বেতন আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া হয়।‘ বিধায়কের দাবি, নাম করে অভিযোগ করলে তিনি মামলা করবেন জেনেই শুভেন্দু তাঁর নাম বলেননি।