Breaking News

Pankaj Udhas | ৭২-এ থামল সুরের সফর, প্রয়াত গজলশিল্পী পঙ্কজ উধাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত কিংবদন্তি গজলশিল্পী পঙ্কজ উধাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। টুইটারে পোস্ট করে তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন শিল্পীর মেয়ে নায়াব উধাস। তিনি বলেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উধাস ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন।’ তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। টুইটারে পরিবারের তরফে পঙ্কজ উধাসের মৃত্যুর খবর শেয়ার করতেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন প্রত্যেকে।

অনুষ্ঠান, অ্যালবাম, ছবির গানে ৮০-র দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যায়ার করো’, নিকলো না বেনাকাব’- পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে।

১৯৫১ সালের ১৭ মে গুজরাটের জেটপুরে জন্মেছিলেন গায়ক পঙ্কজ উধাস। ১৯৮০ সালে ‘আহট’ নামের একটি গজলের অ্যালবাম প্রকাশের মাধ্যমে গজলের জগতে পরিচিত হন তিনি। অল্প কিছুদিনের মধ্যেই তিনি বলিউডের সঙ্গীত জগতে একটি উল্লেখযোগ্য নাম হয়ে ওঠেন। সঞ্জয় দত্ত অভিনীত ১৯৮৬ সালের মুক্তি পাওয়া ছবি ‘নাম’-এর “বড়ে দিনো কে বাদ/ হম বে বসনে কো ইয়াদ…” সঙ্গীতপ্রেমী যে কোনও ভারতীয়র চোখের কোণে জল এনে দিয়েছে এবং এখনও দেয়। এরপর তার সঙ্গীত জীবনে তিনি একটির পর একটি গজলের অ্যালবাম প্রকাশ করেছেন। লাইভ কনসার্টে অংশ নিয়েছেন। ২০০৬ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Amritpal Singh | ভোটে লড়তে চান অমৃতপাল, জামিন চেয়ে আদালতের দ্বারস্থ খলিস্তানি নেতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) লড়তে চান। জল্পনায় সিলমোহর দিয়ে…

29 mins ago

ধোঁয়ায় ভোগান্তি শান্তিনগর হাউজিং কমপ্লেক্সের আবাসিকদের রণজিৎ ঘোষ শিলিগুড়ি, ৯ মে : সপ্তাহখানেক ধরে দমবন্ধকর…

39 mins ago

জয়ন্তী-রায়ডাক তটে আজও জীবন বিবর্ণ

শৌভিক রায় সলসলাবাড়ি পার করে উত্তরমুখী রাস্তা ধরতেই রঙের মেলা। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল সহ অজস্র…

55 mins ago

নতুন মার্চেন্ট অফ ভেনিসের প্রতীক্ষায়

অতনু বিশ্বাস ২০০৭ সালের ইতালি সফরের বেশিরভাগ সময়টাই কাটিয়েছি মিলান শহরে। মাঝে একদিন ট্রেনে করে…

1 hour ago

এসএফ রোডজুড়ে ফুটপাথ দখল ব্যবসায়ীদের, প্রশাসনকে পদক্ষেপের আর্জি

শিলিগুড়ি: কোথাও পার্কিংয়ের নাম করে দড়ি দিয়ে ঘেরা হয়েছে রাস্তার পাশের জায়গা। কোথাও আবার দোকানের…

1 hour ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে মেটেলি ব্লকে প্রথম, ভবিষ্যতে নার্স হতে চায় নুরনেহার

চালসা: উচ্চমাধ্যমিকে মেটেলি ব্লকে প্রথম স্থান দখল করল পূর্ব বাতাবাড়ির নুরনেহার পারভীন। সিএম উচ্চ বিদ্যালয়…

2 hours ago

This website uses cookies.