বেলাকোবা: বাস চালুর কথা জানেনই না সংস্থার এমডি থেকে চেয়ারম্যান কেউই। অথচ স্থানীয় বিধায়কই বেলাকোবা থেকে বহরমপুর রুটে এনবিএসটিসির বাসের যাত্রার সূচনা করে দিলেন। মঙ্গলবার এমন ঘটনায় তাজ্জ্বব হয়ে গিয়েছেন সকলে। প্রশ্ন উঠেছে বেলাকোবার বিধায়ক খগেশ্বর রায়ের ভূমিকা নিয়ে।
জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় বেলাকোবা থেকে বহরমপুর ভায়া ফাটাপুকুর রাজগঞ্জ, শিলিগুড়ি রুটের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস পরিষেবা। সেই বাসটিকে ফের নতুন করে চালু করতে উদ্যোগী হন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। গতকাল বহরমপুর ডিপো থেকে বাসটি নিয়ে আসা হয় বেলাকোবায়। এদিন শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে থেকে বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদ সদস্য রণবীর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে’র উপস্থিতিতে বাসটি ফের চালু হয়। এছাড়াও উপস্থিত ছিলেন শিকারপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি নারায়ণ বসাক, বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি কুষাং লেপচা সহ আরও অনেকে। বাস চালুর পাশাপাশি স্থানীয়দের মিষ্টি বিতরণ করা হয়।
বিধায়ক জানান, বাসটি পুনরায় চালুর জন্য তিনি পরিবহণ মন্ত্রী এছাড়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে কুড়ি দিন আগে বলেছিলেন। এদিন নির্দিষ্ট সময়সূচিমতো বাসটি বেলাকোবা থেকে বহরমপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এদিকে বাসটি এদিন থেকে চালু হচ্ছে তা জানা নেই বলে জানিয়েছেন এনবিএসটিসির এমডি দীপঙ্কর পিপলাই এবং চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। দীপঙ্কর পিপলাই বলেন, ‘আমার কাছে কোনও ইনফরমেশন নেই। আগে একটা রুট ছিল। সেই রুট বন্ধ হয়ে যাওয়ায় রিস্টার্ট করা হচ্ছে বলে মনে হয়, তবে কবে হচ্ছে সে সম্পর্কে আমাকে জানানো হয়নি।’ পার্থপ্রতিম রায় বলেন, ‘খগেশ্বরবাবু তাঁকে জানিয়েছিলেন। তবে আজই হচ্ছে বলে জানা ছিল না।’ কমিউনিকেশন গ্যাপের কারণে এমনটা বলে মনে করেন তিনি।