সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Nandigram | নন্দীগ্রামে দেবাংশুকে দেখেই ‘চোর-চোর’ স্লোগান, প্রচারে বাধা পেয়ে এলাকা ছাড়লেন তৃণমূল প্রার্থী   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃণমূল প্রার্থী দেবাংশুকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। অভিযোগ, এদিন সকালে নন্দীগ্রামে প্রচারে গেলে দেবাংশু ও তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের ঘিরে ফেলে বিজেপি কর্মী সমর্থকরা। রীতিমতো তাড়া করতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে নিমেষে ভীড় জমে যায় গ্রামবাসীদের। পরিস্থিতি বেগতিক দেখে কোনওরকমে বাইকে সওয়ার হয়ে দ্রুত গতিতে এলাকা থেকে চলে যান তাঁরা।

জানা গিয়েছে, বুধবার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নির্বাচনি প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের জেলেমারা ৩৭ নম্বর বুথ ও মৌজ বৃন্দাবনপুর ৩৬ নম্বর বুথে। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রার্থী প্রচারে আসছেন বলে এলাকায় আগেই মাইক নিয়ে ঘোষণা করছিলেন তৃণমূলের দলীয় কর্মীরা। তারপরেই বিজেপির কর্মী-সমর্থকরা জড়ো হন এলাকায়। গ্রামবাসীদের একাংশও তাদের সঙ্গে যোগ দেন। দেবাংশু গ্রামে ঢোকা মাত্রই তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দেবাংশুর গাড়ি ঘিরে বিভিন্ন ধরনের কটুক্তি করতে শোনা যায় স্থানীয় মানুষজনকে। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

এই ঘটনা প্রসঙ্গে দেবাংশু বলেন, “জেলেমারা ও মৌজ বৃন্দাবনপুরে প্রচারে গিয়েছিলাম। তখন বিজেপির কর্মীরা পূর্ব পরিকল্পনা মতো আমার উপরে হামলা চালায়। আমাকে ধাক্কা দেওয়া হয়। কুৎসিত গালিগালাজ করা হয়। থানায় অভিযোগ জানিয়েছি। নন্দীগ্রাম থানা কোনও ব্যবস্থা না নিলে পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে নালিশ জানাব। নির্বাচন কমিশনেও অভিযোগ জানাব।”

যদিও দেবাংশুর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পাল্টা দাবি, কেউ দেবাংশুর সঙ্গে কোনও খারাপ আচরণ করেনি। বিজেপির নন্দীগ্রাম (১) এর মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ুই বলেন, “তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বাইকবাহিনী নিয়ে ঢুকে ওই গ্রামে অশান্তি পাকায়। তারপরেই গ্রামের মানুষ একজোট হয়ে দেবাংশুকে তাড়া করে। আমাদের এক কর্মী আহত হয়েছেন।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Kolkata | হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সরাসরি এক আইএএস অফিসারকে ফোন...

CSK vs MI | রাচিনের অর্ধশতরানে ভর করে মুম্বইয়ের বিরুদ্ধে জয় চেন্নাইয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাচিনের ব্যাটে ভর করেই মুম্বইয়ের...

Karnataka | মেঝেতে ছড়িয়ে অগুনতি টাকা!লাইন দিয়ে বসে সেটাই গুনছেন পুরোহিতরা,কোথায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ দিনে দানপাত্রে জমা...

Dance Bangla Dance | উনিশবিশার ঋদ্ধির নাচে মুগ্ধ মিঠুন, শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছে গ্রামবাসী

ঘোকসাডাঙ্গা: ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপাচ্ছেন উত্তরবঙ্গের একাঝাঁক নৃত্য...