Monday, May 6, 2024
HomeTop NewsNandigram | নন্দীগ্রামে দেবাংশুকে দেখেই ‘চোর-চোর’ স্লোগান, প্রচারে বাধা পেয়ে এলাকা ছাড়লেন...

Nandigram | নন্দীগ্রামে দেবাংশুকে দেখেই ‘চোর-চোর’ স্লোগান, প্রচারে বাধা পেয়ে এলাকা ছাড়লেন তৃণমূল প্রার্থী   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃণমূল প্রার্থী দেবাংশুকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। অভিযোগ, এদিন সকালে নন্দীগ্রামে প্রচারে গেলে দেবাংশু ও তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের ঘিরে ফেলে বিজেপি কর্মী সমর্থকরা। রীতিমতো তাড়া করতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে নিমেষে ভীড় জমে যায় গ্রামবাসীদের। পরিস্থিতি বেগতিক দেখে কোনওরকমে বাইকে সওয়ার হয়ে দ্রুত গতিতে এলাকা থেকে চলে যান তাঁরা।

জানা গিয়েছে, বুধবার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নির্বাচনি প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের জেলেমারা ৩৭ নম্বর বুথ ও মৌজ বৃন্দাবনপুর ৩৬ নম্বর বুথে। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রার্থী প্রচারে আসছেন বলে এলাকায় আগেই মাইক নিয়ে ঘোষণা করছিলেন তৃণমূলের দলীয় কর্মীরা। তারপরেই বিজেপির কর্মী-সমর্থকরা জড়ো হন এলাকায়। গ্রামবাসীদের একাংশও তাদের সঙ্গে যোগ দেন। দেবাংশু গ্রামে ঢোকা মাত্রই তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দেবাংশুর গাড়ি ঘিরে বিভিন্ন ধরনের কটুক্তি করতে শোনা যায় স্থানীয় মানুষজনকে। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

এই ঘটনা প্রসঙ্গে দেবাংশু বলেন, “জেলেমারা ও মৌজ বৃন্দাবনপুরে প্রচারে গিয়েছিলাম। তখন বিজেপির কর্মীরা পূর্ব পরিকল্পনা মতো আমার উপরে হামলা চালায়। আমাকে ধাক্কা দেওয়া হয়। কুৎসিত গালিগালাজ করা হয়। থানায় অভিযোগ জানিয়েছি। নন্দীগ্রাম থানা কোনও ব্যবস্থা না নিলে পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে নালিশ জানাব। নির্বাচন কমিশনেও অভিযোগ জানাব।”

যদিও দেবাংশুর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পাল্টা দাবি, কেউ দেবাংশুর সঙ্গে কোনও খারাপ আচরণ করেনি। বিজেপির নন্দীগ্রাম (১) এর মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ুই বলেন, “তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বাইকবাহিনী নিয়ে ঢুকে ওই গ্রামে অশান্তি পাকায়। তারপরেই গ্রামের মানুষ একজোট হয়ে দেবাংশুকে তাড়া করে। আমাদের এক কর্মী আহত হয়েছেন।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Amit Shah | ‘স্টিং অপারেশনে’র ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অমিত শা, কী বললেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি লোকসভা নির্বাচনে বাংলায় অন্যতম ইস্যু সন্দেশখালি (Sandeshkhali)। সম্প্রতি স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল (Viral video) হতেই আরও বেশি করে মাথাচাড়া...

Madhyamik Result 2024 | শিক্ষায় দুর্নীতির আবহেও শিক্ষক হতে চান শান্তনু

0
বাবাই দাস, তুফানগঞ্জ: রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির বেআব্রু ছবিটা সকলের কাছেই বেশ হতাশাজনক। বিশেষ করে যারা এখন স্কুল-কলেজের পড়ুয়া, তাদের কাছে ভবিষ্যতে শিক্ষকতাকে পেশা...

Special Train | উত্তরে পর্যটকের ঢল! যাত্রী রাশ সামাল দিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি বিশেষ ট্রেন...

0
শিলিগুড়িঃ বাজলো ছুটির ঘণ্টা, আগাম বেজেছে এবার প্রচণ্ড গরমে। স্কুল ছুটি, তার মধ্যে দাবদাহ। এমন পরিস্থিতিতে নি:সন্দেহে দক্ষিণবঙ্গের ডেস্টিনেশন উত্তরের পাহাড়। কিন্তু মিলছে না...

Israel-Hamas | রাফায় ইজরায়েলি রকেটে ১৯ জনের মৃত্যু, যুদ্ধবিরতির প্রস্তাব ওড়ালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-হামাস (Israel-Hamas) সংঘর্ষ অব্যাহত। জানা গিয়েছে, গাজার সীমান্ত লক্ষ্য করে ইজরায়েলের ছোঁড়া রকেটে রবিবার রাফায় মৃত্যু হয়েছে ১৯ জনের। যদিও...

Water | প্রচণ্ড গরমে কাহিল পাখিরাও, তৃষ্ণা মেটাতে উদ্যোগ তরুণদের

0
শামুকতলা: প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। রোদের তাপে অন্য প্রাণীদের মতো পাখিরাও কাহিল। জলাশয় বা নালাগুলো শুকিয়ে প্রায় কাঠ। জলকষ্ট মেটাতে উদ্যোগী হয়েছেন উত্তর...

Most Popular