উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে খতম পাঠানকোট হামলার ‘মাস্টারমাইন্ড’ শাহিদ লতিফ। বুধবার পাকিস্তানের শিয়ালকোটে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হয় জইশ-ই-মহম্মদের সদস্য। দীর্ঘদিন ধরেই ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল লতিফের।
২০১৬ সালের ২ জানুয়ারি বায়ুসেনার পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় জইশ জঙ্গিদের একটি দল। সেই ঘটনার তদন্তে লতিফের নাম উঠে আসে। তিনিই পরিকল্পনামাফিক জইশ জঙ্গিদের এই অভিযানে পাঠিয়েছিলেন বলে জানা যায়। ১৯৯৪ সালে জঙ্গিযোগের অভিযোগে লতিফকে গ্রেপ্তার করা হয়। ২০১০ সালে ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়। ১৯৯৯ সালেও লতিফের বিরুদ্ধে ‘ইন্ডিয়ান এয়ারলাইন্স’-এর একটি বিমান ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। এনআইএ তদন্তে উঠে আসে, পাকিস্তানে ফেরার পরই নতুন করে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ে সে। প্রসঙ্গত, অক্টোবরের গোড়াতেই মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের অন্যতম সহযোগীকে খুন করা হয়েছিল পাকিস্তানে।