তপন বকসি, মুম্বই: অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ দিল্লির কাপুরথালা হাউসে বাগদান সারতে চলেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ইতিমধ্যে দিল্লির কাপুরথালা অঞ্চলে রাঘব চাড্ডার বাড়ি ফুলে ফুলে সেজে উঠেছে। গাড়ির সামনের দরজায় বড় করে ফুলের রঙ্গোলি দিয়ে সাজানো হয়েছে। মাটিতে বসানো হয়েছে রংবেরঙের ডিজাইনার মোমবাতি। একইসঙ্গে মুম্বইয়ে পরিণীতি চোপড়ার বান্দ্রার বাড়িতেও এনগেজমেন্টের আবহ দেখা গিয়েছে।
জানা যাচ্ছে, বাগদানের মূল পর্ব শুরু হবে বিকেল পাঁচটায়। শিখ ধর্মানুষ্ঠানের আচার-আচরণ মেনে সুখমনি সাহিব পাঠ দিয়ে শুরু হওয়ার কথা এই অনুষ্ঠান। একঘণ্টা এই পাঠ চলার পর বিকেল ছটায় শুরু হবে পাঞ্জাবি মতের প্রার্থনা। রাঘব ও পরিণীতির বাগদান অনুষ্ঠানে হাজির হওয়ার কথা আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের। আমেরিকা থেকে ইতিমধ্যেই এসে গিয়েছেন জ্যাঠতুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া। তাছাড়া আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আম আদমি পার্টির নেতা তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মানও আজকের বাগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর।
গতকালই লন্ডন এয়ারপোর্টে ভারতে আসার উদ্দেশ্যে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছে। বেইজ রংয়ের ঢোলা উলেন টপ আর মাথায় নীল টুপি পরা প্রিয়াঙ্কা চোপড়াকে লন্ডন এয়ারপোর্টে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। এরপর আজ সকালের দিকে দিল্লি এয়ারপোর্টে সরাসরি এসে নামেন প্রিয়াঙ্কা চোপড়া। দিল্লি এয়ারপোর্টে উপস্থিত থাকা পাপারাৎজ্জি ফটোগ্রাফারদের হাসিমুখে তিনি ছবি তোলার পোজ দেন। হাতজোড় করে মুখে নমস্তেও বলেন তিনি।