চালসা: তীব্র গরমে পানীয় জল পাচ্ছে না এলাকার বাসিন্দারা। বিষয়টি প্রশাসনকে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে স্থানীয়রা মিলিতভাবে পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল। ঘটনাটি মেটেলি বাজার এলাকার। শনিবার মেটেলি বাজারের মাদ্রাসা লাইন এলাকার বাসিন্দারা বালতি, হারি নিয়ে মেটেলি বাজারের বিহার মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে। অবরোধের ফলে সড়কের দুই ধারে যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে এলাকায় যায় মেটেলি থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বললে প্রায় আধঘণ্টা পর অবরোধ উঠে যায়। পরে অবরোধকারীরা যান মেটেলে থানায়। সেখানে আসেন তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা। তিনিও সকলের সঙ্গে কথা বলেন।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পানীয় জলের পাইপ বসানো হলেও নিয়মিত জল আসে না। ফলে তীব্র গরমে পানীয় জলের সমস্যায় পড়তে হয় সকলকেই। বাধ্য হয়ে জনগণকে সংলগ্ন কুর্তি নদীর জল ব্যবহার করতে হচ্ছে। বিষয়টি বহুবার স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনকে জানানো হলেও কোনও কাজ হয়নি। বাধ্য হয়ে এদিন আমরা সড়ক অবরোধ করি। দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বাসিন্দারা। তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা বলেন, ‘এবিষয়ে জনস্বাস্থ্য ও কারিগারি দপ্তরে কর্মীদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।‘