Tuesday, April 30, 2024
Homeরাজ্যমণিপুর ইস্যুতে মমতার বক্তব্যের পালটা সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

মণিপুর ইস্যুতে মমতার বক্তব্যের পালটা সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শহিদ দিবসের মঞ্চে রণংদেহি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে তুলোধনা করতে কোনও কসুর রাখেননি তিনি। তাঁর কথায় বারবার উঠে এসেছে মণিপুর প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পালটা বক্তব্য রাখলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন দিল্লিতে সুকান্ত মজুমদার এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘মণিপুর নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন অথচ পশ্চিমবঙ্গে একাধিক ঘটনায় মহিলাদের বিবস্ত্র করে অত্যাচার করা হয়েছে। তবে তার কোনও ভিডিও না থাকায় সবাই চুপ। এদের বিচার কে করবে? দক্ষিণ পাঁচলায় গ্রামসভায় বিজেপির হয়ে দাঁড়ানোর জন্য এক জন মহিলা বিজেপি কর্মীকে নগ্ন করে ঘোরানো হয়েছে। এই ঘটনা কি মণিপুরের ঘটনার থেকে কম দুঃখজনক? কিন্তু এই ঘটনার কোনও ভিডিও নেই। মুখ্যমন্ত্রীর পুলিশ কাউকে ভিডিও করার অনুমতি দেয়নি।’ তিনি আরও বলেন, ‘একই দিনে আলিপুরদুয়ার ও বীরভূমে ২ জন মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়েছে। তার মধ্যে একজনকে আবার নগ্ন করে গাধার পিঠে চড়িয়ে ঘোরানো হয়েছে।’ এই ধরনের ঘটনা রাজ্যে প্রথম নয়, ২০২১ থেকেই চলছে বলে দাবি বিজেপির। পশ্চিমবঙ্গের অবস্থা যদি তুলে ধরা হয় তাহলে মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারবেন তো? প্রশ্ন তোলেন তিনি।

পাশাপাশি তিনি এও বলেন, মণিপুরের ঘটনা হৃদয়বিদারক। আমরা তার নিন্দা করি। এই ধরণের ঘটনা কোথাও ঘটা উচিত নয়।তবে এই সমস্ত ঘটনা কি মণিপুরের ঘটনার থেকে কম দুঃখজনক? ৫ই অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও এর যে নির্দেশ দেন অভিষেক সে প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন ধরণের রাজনীতিতে বিরোধী দলের নেতাদের বাড়ি কেউ ঘেরাও করে? একজন মুখ্যমন্ত্রী বলছেন, বিজেপির ব্লক স্তরের নেতার বাড়ি ঘেরাও করতে হবে। আর বিজেপি নেতাকে ৮ ঘণ্টা ঘরে ঢুকতেও দেবেন না, বেরোতেও দেবেন না।’ যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ব্লক স্তরে বিজেপি নেতাদের বাড়ির ১০০ মিটার দূরে এই কর্মসূচি হবে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cooling Breath | গরমেও শরীর থাকবে ঠান্ডা, নিয়মিত অভ্যাস করুন বিশেষ এই প্রাণায়াম

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজ্যবাসী। এই পরিস্থিতিতে শরীর-মন ঠান্ডা রাখতে পারে শীতলী প্রাণায়াম। যোগ প্রশিক্ষকরা জানাচ্ছেন, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শীতল...

Illegal Lab | দিনহাটা শহরের অলিগলিতে অবৈধ ল্যাব, পরীক্ষার নামে জমাট ব্যবসা

0
প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটা (Dinhata) শহরের অলিগলিতে গত কয়েক বছরে গজিয়ে উঠেছে একাধিক বেসরকারি ল্যাব। এইসব ল্যাবের (Illegal Lab) কোনটি বৈধ আর কোনটি অবৈধ...

Cooch Behar | প্রখর রোদে ভুট্টা গাছের ক্ষতি, উৎপাদন মার খাওয়ার শঙ্কা মেখলিগঞ্জে

0
মেখলিগঞ্জ: ভুট্টা চাষে (Corn cultivation) ক্ষতির আশঙ্কা করছেন কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের কৃষকরা। মহকুমা শহর মেখলিগঞ্জের ১, ২, ৩, ৫, ৬, ৮...

Mathabhanga | নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ, কড়া পদক্ষেপ মাথাভাঙ্গা পুরসভার

0
মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা (Mathabhanga) শহরে পুরসভার নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল পুরসভা। সোমবার নিকাশিনালার উপর যে কোনও বেআইনি নির্মাণ (Illegal...

Afghanistan | নমাজ পড়ার সময় আফগানিস্তানের মসজিদে হামলা বন্দুকবাজের, এলোপাতাড়ি গুলিতে মৃত ৬

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নমাজ পড়ার সময় আফগানিস্তানের মসজিদে হামলা চালাল একদল বন্দুকবাজ। চলল এলোপাতাড়ি গুলি। ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক...

Most Popular