Tuesday, April 30, 2024
HomeBreaking Newsবাড়ি ঘেরাও মৌলিক অধিকার বিরোধী, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুমকি শুভেন্দুর  

বাড়ি ঘেরাও মৌলিক অধিকার বিরোধী, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুমকি শুভেন্দুর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ৫ অগাস্ট বিজেপির ছোট-বড় সব নেতার বাড়ি ঘেরাও করা হবে। একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে এমনই কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর বক্তব্যের মাধ্যমে দলীয় কর্মীদের নির্দেশ দেন, বিজেপির জেলা থেকে ব্লক ছোট, বড়, মেজ, সেজ সমস্ত নেতার বাড়ি ঘেরাও করার। আর এই নির্দেশের পরই অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

একুশের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সিপিএম বা কংগ্রেসের বিরুদ্ধে একটি বাক্যও ব্যয় করেননি অভিষেক। এদিন বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, আগামী ৫ অগাস্ট বাংলায় বিজেপির জেলা থেকে ব্লক—ছোট, বড়, মেজ, সেজ সমস্ত নেতার বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মীরা। বিজেপি নেতার বাড়িতে যদি কোনও বয়স্ক লোক থাকেন, তাঁদের আটকাবেন না, কিন্তু বিজেপি নেতাকে ঢুকতেও দেবেন না, বেরোতেও দেবেন না।’ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এদিন দিল্লি চলো-র ডাক দিয়েছেন অভিষেক।

যদিও অভিষেকের এই বক্তব্যের কিছুটা সংশোধন করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘অভিষেক যে প্রোগ্রামের কথা বলেছে, তাতে আমি বলব তা ব্লক ওয়াইজ করতে। বিজেপি নেতাদের বাড়ির একশ মিটার দূরে করবে। যাতে বাড়ির লোকেদের ঢুকতে বের হতে অসুবিধা না হয়।’

অভিষেকের এই কর্মসূচি নিয়ে সরাসরি আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আপনার বিরুদ্ধে এফআইআরের আবেদন নিয়ে আমরা আদালতে যাচ্ছি। আপনি আমার মৌলিক অধিকার আটকানোর চেষ্টা করছেন। যদি এই কর্মসূচি হয় তবে দিল্লিতে তৃণমূল সাংসদদের সংসদে ঢুকতে দেবেন না তিনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cooling Breath | গরমেও শরীর থাকবে ঠান্ডা, নিয়মিত অভ্যাস করুন বিশেষ এই প্রাণায়াম

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজ্যবাসী। এই পরিস্থিতিতে শরীর-মন ঠান্ডা রাখতে পারে শীতলী প্রাণায়াম। যোগ প্রশিক্ষকরা জানাচ্ছেন, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শীতল...

Illegal Lab | দিনহাটা শহরের অলিগলিতে অবৈধ ল্যাব, পরীক্ষার নামে জমাট ব্যবসা

0
প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটা (Dinhata) শহরের অলিগলিতে গত কয়েক বছরে গজিয়ে উঠেছে একাধিক বেসরকারি ল্যাব। এইসব ল্যাবের (Illegal Lab) কোনটি বৈধ আর কোনটি অবৈধ...

Cooch Behar | প্রখর রোদে ভুট্টা গাছের ক্ষতি, উৎপাদন মার খাওয়ার শঙ্কা মেখলিগঞ্জে

0
মেখলিগঞ্জ: ভুট্টা চাষে (Corn cultivation) ক্ষতির আশঙ্কা করছেন কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের কৃষকরা। মহকুমা শহর মেখলিগঞ্জের ১, ২, ৩, ৫, ৬, ৮...

Mathabhanga | নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ, কড়া পদক্ষেপ মাথাভাঙ্গা পুরসভার

0
মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা (Mathabhanga) শহরে পুরসভার নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল পুরসভা। সোমবার নিকাশিনালার উপর যে কোনও বেআইনি নির্মাণ (Illegal...

Afghanistan | নমাজ পড়ার সময় আফগানিস্তানের মসজিদে হামলা বন্দুকবাজের, এলোপাতাড়ি গুলিতে মৃত ৬

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নমাজ পড়ার সময় আফগানিস্তানের মসজিদে হামলা চালাল একদল বন্দুকবাজ। চলল এলোপাতাড়ি গুলি। ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক...

Most Popular