Saturday, June 3, 2023
HomeTop Newsমহাকাশ গবেষক হওয়ার স্বপ্ন বীরপাড়ার তানিশার, আইএসসিতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৭.৫ শতাংশ

মহাকাশ গবেষক হওয়ার স্বপ্ন বীরপাড়ার তানিশার, আইএসসিতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৭.৫ শতাংশ

বীরপাড়াঃ আইএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য পেল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার মেয়ে তানিশা গোয়েল। বিন্নাগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের ছাত্রী তানিশা এবার দ্বাদশে ৯৭.৫ শতাংশ নম্বর পেয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর পরিবারের পাশাপাশি খুশি পড়শিরাও।

তানিশার ইংরেজিতে প্রাপ্ত নম্বর ৯৫, হিন্দিতে ৯৯, পদার্থবিজ্ঞানে ৯৭, অংকে ৯৭, কম্পিউটার বিজ্ঞানে ৯৯ ও রসায়নে ৯৩। তাঁর বাবা রাকেশ গোয়েল ব্যবসায়ী। মা রেখা গোয়েল গৃহবধূ। তানিশা জানান, বেঙ্গালুরু কিংবা দিল্লি থেকে ডিগ্রী সম্পন্ন করার পর পরবর্তীতে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে করতে চান তিনি। তানিশার বাবা রাকেশ গোয়েল বলেন, “পড়াশোনায় বরাবরই মনোযোগী তানিশা। উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিদিন গড়ে ১৬ ঘন্টা পড়াশোনা করেছে সে। মহাকাশ বিজ্ঞানের প্রতি তাঁর ছোটোবেলা থেকেই আগ্রহ। লকডাউনে স্কুলে পঠনপাঠন বন্ধ থাকার সময় অনলাইনে মহাকাশ বিষয়ে ডিপ্লোমাও করেছে সে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments