উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আচমকাই বুকে ব্যাথা। হাসপাতালে ভর্তি করা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পরিবেশ মন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে। সূত্রের খবর, হঠাৎই প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন তেজ প্রতাপ। এরপরই বুধবার লালু-পুত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা বেশ কিছু পরীক্ষা ও ইসিজি করান। পরে রাতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে আপাতত কিছুদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি।
জানা গিয়েছে, গতকাল বিকেলে বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব। তড়িঘড়ি তাঁকে পটনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর ইকোকার্ডিওগ্রাম ও ইকোকার্ডিওগ্রাফি করানো হয়। এরপর তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। যদিও রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।