Saturday, April 27, 2024
HomeTop Newsরোগের তাড়নায় আত্মহত্যা বিশেষভাবে সক্ষম যুবকের, অথৈ জলে বৃদ্ধা মা

রোগের তাড়নায় আত্মহত্যা বিশেষভাবে সক্ষম যুবকের, অথৈ জলে বৃদ্ধা মা

বালুরঘাটঃ মাস ছয়েক আগেও অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেবার হাসপাতালে প্রায় সাত দিন থাকার সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত মঙ্গলবার ফের অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেন বিশেষ ভাবে সক্ষম সুদাম দাস(৪৮)। শনিবার বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুদাম। রবিবার দেহটি  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ৷

জানা গিয়েছে, তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চক মধুসূদনের বাসিন্দা সুদাম দাস। বিশেষ ভাবে সক্ষম তিনি৷ বাড়িতে শুধু বৃদ্ধা মা রয়েছে। ভিক্ষাবৃত্তি করে সংসার চলাতেন। বিশেষ ভাবে সক্ষমের পাশাপাশি তিনি অসুস্থও ছিলেন৷ দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন৷ তবে কোন লাভ হয়নি। ঘুম ঠিকঠাক না হওয়ার কারনে চিকিৎসকরা ঘুমের ওষুধ দিয়েছিলে। গত মঙ্গলবার সকালে বাড়িতে থাকা সেই ঘুমের ওষুধ একবারে বেশ কয়েকটি খেয়ে ফেলেন। বিষয়টি নজরে আসতেই তাকে প্রথমে তপন গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়৷ সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে পরদিন বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান তিনি।

এবিষয়ে মৃতের প্রতিবেশী মৃণাল কান্তি ঘোষ বলেন, সুদামের এক পা ও এক হাত অকেজো ছিল। ভিক্ষাবৃত্তি করে সংসার চলত। তার বৃদ্ধা মা বাদে আর কেউ নেই৷ দীর্ঘদিন দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত মঙ্গলবার হঠাৎ করে ঘরে থাকা ঘুমের ওষুধের বেশির ভাগই খেয়ে নেন৷ এর ফলেই মৃত্যু হয়েছে বলেই মনে হচ্ছে। বাড়িতে এখন শুধু বৃদ্ধা মা রইল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Malda | সরকারি কাজে নিযুক্ত ঠিকাদারের কাছে তোলা আদায়ের চেষ্টা, প্রাণে মারার হুমকি!

0
সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: এলাকায় সরকারি কাজ করছিলেন এক ঠিকাদার। আর সেই কাজের জন্য ছয় লক্ষ টাকা তোলা চেয়ে ওই ঠিকাদারকে প্রাণে মারার হুমকি...

Raiganj | পুকুর ভরাট করছে শাসকদলের লোকজন! হুঁশ নেই প্রশাসনের

0
রায়গঞ্জ: ২০১৯ সালের ২৫ নভেম্বর জিতেন্দ্র সিং বনাম ভারতের পরিবেশ মন্ত্রকের মামলায় রায়ের ১৮-২১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল, যে কোনও ধরনের জলাশয় বন্ধে...

Malda | দক্ষিণ মালদায় নির্বাচনি প্রচারে ঝড় প্রার্থীদের

0
মালদা: দ্বিতীয় দফার নির্বাচন শেষ। এবার লক্ষ্য তৃতীয় দফার নির্বাচন (Loksabha Election 2024)। সমস্ত রাজনৈতিক দলগুলি বর্তমানে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের দলীয় প্রার্থীর প্রচারে। কোথাও...

Malda | ‘নির্বাচন কমিশনের আধিকারিকদের ডান্ডা মেরে ঠান্ডা করে দিন’, তৃণমূল নেতার নিদান ঘিরে...

0
সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: ভোটের আবহে নির্বাচন কমিশনের আধিকারিকদের ‘ডান্ডা মেরে ঠান্ডা’ করে দেওয়ার নিদান দিলেন তৃণমূল নেতা (TMC Leader)। একইসঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিকদের...
hair care tips

গরমে নির্জীব চুল? ঘরোয়া হেয়ার প্যাকেই মিলবে সমাধান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ফলে চুল ওঠা থেকে শুরু করে আরও নানা ধরণের সমস্যা হয়। এক্ষেত্রে চুলে ঘরোয়া কিছু প্যাক লাগাতে পারেন। এতে চুল...

Most Popular