Sunday, April 28, 2024
HomeBreaking Newsখেলা নিয়ে বিবাদের জেরে জোট-তৃণমূল দফায় দফায় সংঘর্ষ-অবরোধ, উত্তপ্ত চাঁচল

খেলা নিয়ে বিবাদের জেরে জোট-তৃণমূল দফায় দফায় সংঘর্ষ-অবরোধ, উত্তপ্ত চাঁচল

চাঁচল:মহালয়ার দিন মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদ। সেই বিবাদের জের গড়াল একাদশী পর্যন্ত। ঘটনায় লাগলো রাজনীতির রং। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পথ অবরোধে লাঠিচার্জ করল পুলিশ। বুধবার সকাল থেকেই এনিয়ে অগ্নিগর্ভ হয়ে থাকল চাঁচল ১ নং ব্লকের কলিগ্রামের নিমতলা এলাকা। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খানের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল এবং জোট কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ, প্রধান রেজাউল খানের ভাই ইমরান খানকে রাস্তায় ফেলে বাঁশ লাঠি দিয়ে চলে বেধড়ক মারধর। গুরুতর আহত অবস্থায় ইমরান খান এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। অষ্টমীর রাতে এই বিবাদের সঙ্গে যুক্ত একজনের বাড়িতে আগুন লেগে যায়। যারা আবার জোটের সমর্থক। পরিবারের লোকেরা অভিযোগ করে প্রধান রেজাউল খান এবং তার অনুগামীরা এই অগ্নিকান্ডের পেছনে যুক্ত। এই অভিযোগে মহানবমীর দিন সকালে ছয় ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তারপর বুধবারের এই সংঘর্ষ। সংঘর্ষে  ১০ জন আহত হয়েছে।

এদিকে ভাই তথা কর্মীদের মারধরের প্রতিবাদে রেজাউল খান রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। তৃণমূলের অভিযোগ, বিক্ষোভ তুলতে লাঠিচার্জ করে পুলিশ। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এনিয়ে সারাদিনই এলাকার পরিস্থিতি ছিল থমথমে। বন্ধ ছিল দোকানপাট। চলেছে পুলিশের টহলদারি। সন্ধ্যে পর্যন্ত এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান বলেন,” সামান্য খেলার এক বিবাদ নিয়ে জোট রাজনীতি করছে। ঐদিন আমার ছোট ভাইকে বেধড়ক মেরেছিল। আমরা পুলিশে অভিযোগ জানানোর পর নজর ঘোরাতে প্রথমে অগ্নিকাণ্ডের নাটক করল। কাল রাতে আমার বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিল। সকালে ফের আমার ছোট ভাই এবং কর্মীদের ওরা মারধর করলো বেধড়কভাবে। সেদিন যখন ওরা রাজ্য সড়ক অবরোধ করল পুলিশ লাঠিচার্জ করেনি। আজ আমি করলাম কিন্তু লাঠিচার্জ করা হলো। আমরা আক্রান্ত হচ্ছি সুবিচার পাচ্ছি না।পুলিশ আগে থেকে সক্রিয় হলে এত কিছু হতোই না।কংগ্রেস এবং সিপিএমের স্থানীয় পঞ্চায়েত সদস্য আমিনুল হক ও বাহারাম খানের চক্রান্ত এইসব।” অপরপক্ষের শেখ মারসুদ আলির অভিযোগ, “সেদিন প্রধান এবং তার অনুগামীরা অগ্নি সংযোগ করল। যাদের বাড়িতে আগুন লাগিয়েছিল আজ সকালে প্রধান এবং তার অনুগামীরা আবার সেই বাড়িতে চড়াও হয়। ওদের হাতে বোম বন্দুক ছিল। বেশ কয়েকজনকে মারধর করেছে। গ্রামবাসীরা সহ্য করতে না পেরে সম্মিলিতভাবে পালটা প্রতিরোধ করেছে।” কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আমিনুল হকের বক্তব্য, “এই ঘটনা গ্রামের দুই পক্ষের বিবাদ। এর সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। তবে যা হচ্ছে খুব নিন্দনীয়। রেজাউল খান এবং তার অনুগামীরা গুন্ডারাজ চালাচ্ছে।’ সিপিআইএমের পঞ্চায়েত সদস্য বাহারাম খান জানান, “এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। তবে যাদের সাথে ঝামেলা ওদের মধ্যে অনেকে জোটের সমর্থক রয়েছে বলে ওদের রাগটা আরো বেশি। আমরা চাইছি পুলিশ প্রশাসন সক্রিয় হোক।”

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lack of rain, Moraghat forest is drying up

বৃষ্টির অভাব, শুকিয়ে যাচ্ছে মোরাঘাট জঙ্গলের ঝোরা

0
জিষ্ণু চক্রবর্তী, গয়েরকাটা: প্রখর রোদ ও অনাবৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে উত্তরের জঙ্গলে। জলপাইগুড়ি জেলার অন্যতম বৃহৎ মোরাঘাট বনাঞ্চল দিয়ে প্রবাহিত হওয়া ঝোরাগুলি শুকিয়ে...

Uttarbanga Express | দীর্ঘদিনের দাবিপূরণ, এবার এলএইচবি কোচ নিয়ে চলবে উত্তরবঙ্গ এক্সপ্রেস

0
কোচবিহার: দীর্ঘদিনের দাবিটা অবশেষে পূরণ হতে চলেছে। শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (Uttarbanga Express) ট্রেনের কোচগুলি লিংক-হফম্যান-বুশে (এলএইচবি) রূপান্তরিত হতে চলেছে। জানা গিয়েছে, আগামী ৫ মে...

Jammu-Kashmir | ভোটের আগে ভূস্বর্গে যেন শ্মশানের শান্তি

0
নবনীতা মণ্ডল, শ্রীনগর: ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে৷ তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশপাশে৷ বেশ ঠান্ডা লাগছে জোলো হাওয়ায়৷ দূরে ঘণ্টাঘর আবছা মনে হচ্ছে বৃষ্টির ঝাপটায়৷...

Kishanganj | খোয়া গেল পুলিশকর্মীর সার্ভিস রিভলভার, আগ্নেয়াস্ত্রের খোঁজে বিহারের জায়গায় জায়গায় চলছে তল্লাশি

0
কিশনগঞ্জঃ ভোটের ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে কার্তুজ সহ সার্ভিস রিভলভার খোয়া গেল এক পুলিশকর্মীর। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বিহারের কিশনগঞ্জ সংলগ্ন এলাকায়।...

J P Nadda | ‘রবীন্দ্র সংগীতের বদলে বাংলায় শোনা যাচ্ছে গুলি-বোমার শব্দ’, তোপ নাড্ডার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি থেকে অস্ত্র, কার্তুজ উদ্ধারের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে তীব্র তোপ দাগলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J...

Most Popular