Thursday, December 7, 2023
HomeTop News‘দুষ্কৃতীদের নেতা বানিয়ে উৎসাহ দিচ্ছে তৃনমূল’ জয়নগর কাণ্ড নিয়ে বিস্ফোরক দিলীপ...

‘দুষ্কৃতীদের নেতা বানিয়ে উৎসাহ দিচ্ছে তৃনমূল’ জয়নগর কাণ্ড নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনার ২৪ ঘণ্টা পার।সরেজমিনে তদন্ত করছেন পুলিশ।এই পরিস্থিতিতে মঙ্গলবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় বিস্ফোরক বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয়নগরে তৃনমূল নেতা খুনের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘দুষ্কৃতীদের নেতা বানিয়ে উৎসাহ দেওয়া হচ্ছে। তারা যা খুশি করে বেড়াচ্ছে। যারা সরকারি পার্টিতে আছে, তারা সংরক্ষণ পাচ্ছে। আর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এক জিনিস বগটুইতে হয়েছিল।সরকার কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়?’

অন্যদিকে তিনি অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘উনি কয়লা, বালি,পাথর,গরু,চাকরি,সব জায়গায় লুঠ করেছেন।পার্টিকে সুবিধা দিয়েছে।তাই ওকে ঝেড়ে ফেলতে সময় লাগছে।বাকিরা দিদির নামে করে খেয়েছেন।অনুব্রত মণ্ডলের গুরুত্ব অনেক বেশি।তিনি দিদিকে বড় করেছেন।’

রাজ্যের বর্তমান যে পরিস্থিতি তাতে দিলীপ ঘোষের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ঝড় উঠবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments