Wednesday, May 31, 2023
HomeTop Newsকলেজ-বিশ্ববিদ্যালয়ে বৈদিক অঙ্ক-যোগের পাঠ্যক্রম চালুর নির্দেশ ইউজিসির

কলেজ-বিশ্ববিদ্যালয়ে বৈদিক অঙ্ক-যোগের পাঠ্যক্রম চালুর নির্দেশ ইউজিসির

কলকাতা: কলেজ, বিশ্ববিদ্যালয়ে বৈদিক অঙ্ক, যোগ, আয়ুর্বেদ সহ বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রম চালু করার জন্য নির্দেশিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একটি বিজ্ঞপ্তিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতিতে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশি পড়ুয়াদের আকৃষ্ট করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতির ভিত্তিতে সর্বজনীন মানবিক মূল্যবোধ, বৈদিক অঙ্ক, যোগ, আয়ুর্বেদ, সংস্কৃত, ভারতীয় ভাষা, সংগীত, শাস্ত্রীয় নৃত্যের মতো বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম চালু করা হোক।

অনতিপরিচিত বিভিন্ন শিল্পের স্থানীয় বিশিষ্ট শিল্পীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তালিকাভুক্ত করার নির্দেশিকাও আছে। বিভিন্ন ঘরানার সংগীত, নৃত্য শিল্পীদের পাশাপাশি টেরাকোটা, মধুবনি, মৃৎশিল্পী, বাঁশ-বেতের কারুশিল্পীদের চিহ্নিত করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেই তাঁদের থাকার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। ‘কলাগুরুরা’ সেখানে থেকে শিল্পকর্ম, কর্মশালা করবেন, পড়ুয়াদের তালিম দেবেন, গবেষণায় সহায়তা করবেন। সাম্মানিক দেবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিল্পকর্মের অভিজ্ঞতা এবং সম্মান প্রাপ্তির নিরিখে ‘কলাগুরুদের’ তিনটি বিভাগে ভাগ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments