Wednesday, May 8, 2024
HomeTop Newsনতুন কৌশলে খোঁড়া হচ্ছে উত্তরকাশীর সুড়ঙ্গ, আর কত দূরে শ্রমিকরা?

নতুন কৌশলে খোঁড়া হচ্ছে উত্তরকাশীর সুড়ঙ্গ, আর কত দূরে শ্রমিকরা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার নতুন কৌশল অবলম্বন করে উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। সুড়ঙ্গের সামনের দিক থেকে যে অংশ খোঁড়া হচ্ছিল, খননযন্ত্র খারাপ হয়ে যাওয়ার কারণে সেখানে নতুন পদ্ধতি অবলম্বন করে এগোতে হচ্ছে উদ্ধারকারীদের। সেই জন্যই ডাকা হয়েছে বিশেষজ্ঞ খনিশ্রমিকদের। তাঁরা ‘ইঁদুরের গর্তের’ মতো খুঁড়ে খুঁড়ে শ্রমিকদের সঙ্গে ব্যবধান কমানোর চেষ্টা করছেন। সোমবার থেকে সেখানে এই ‘র‌্যাট-হোল মাইনিং’ শুরু হয়েছে।

আমেরিকান খননযন্ত্রটি সুড়ঙ্গের ভেতরে লোহার কাঠামোয় আটকে গিয়ে ভেঙে গিয়েছিল। তার টুকরো টুকরো অংশ সুড়ঙ্গ থেকে বার করার কাজ শেষ হয়েছে সোমবার। এরপর সুড়ঙ্গের ওই অংশে খোঁড়া শুরু হয়েছে। একে বলা হচ্ছে ‘ম্যানুয়াল ড্রিলিং’ অর্থাৎ হাত দিয়েই ধ্বংসস্তূপ খোঁড়ার কাজ চলছে।

‘র‌্যাট-হোল মাইনিং’-এর জন্য আপাতত ১২ জন বিশেষজ্ঞ খনিশ্রমিককে উদ্ধারস্থলে আনা হয়েছে। তাঁরা ছোট ছোট দলে ভাগ হয়ে এগোবেন। সুড়ঙ্গের ভেতরে পৌঁছে একজন দেওয়াল খুঁড়বেন, অন্যজন সেই ধ্বংসস্তূপ সংগ্রহ করবেন এবং তৃতীয়জন তা চাকা লাগানো গাড়িতে তুলে দেবেন। সেই গাড়ি ধ্বংসস্তূপ বহন করে সুড়ঙ্গের বাইরে নিয়ে যাবে। সামনের দিক থেকে ১০-১২ মিটার খোঁড়া বাকি আছে। এই পদ্ধতিতেই সেই খননকাজ চলবে। আগামী কয়েকদিনের মধ্যে এই পথেও শ্রমিকদের কাছে পৌঁছে যাওয়া সম্ভব বলে মনে করছেন উদ্ধারকারীরা।

এদিকে, ভার্টিকাল ড্রিলের ক্ষেত্রে পাহাড়ের ওপর থেকে খুঁড়তে খুঁড়তে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছোতে পার করতে হত ৮৬ মিটার। এর মধ্যে ৪০ শতাংশ খোঁড়া সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যে এই খনন সম্পন্ন হয়ে যাবে বলে আশাবাদী উদ্ধারকারীরা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

HS Result 2024 | মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের ফলাফলেও তাক লাগাল নাগরাকাটার একলব্য মডেল স্কুল

0
নাগরাকাটা: ভালো ফলের ধারাবাহিকতা এখানে নতুন কিছু নয়। এবার মাধ্যমিকে একশো শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছিল। উচ্চমাধ্যমিকেও ফলাফলে (HS Result 2024) তাক লাগিয়ে দিল নাগরাকাটার...

Migrant Worker’s Death | ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের

0
সামসী: ফের ভিনরাজ্যে কাজে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম আরিফুল হক (৩২)। বাড়ি মালদা জেলার চাঁচল-২ নম্বর ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের...
Rocks are constantly falling at home, who is behind police also failed at investigation

বাড়িতে লাগাতার পড়ছে ঢিল, নেপথ্যে কারা? কিনারায় ব্যর্থ পুলিশও

0
সায়নদীপ ভট্টাচার্য, বক্সিরহাট: শুধু রাতে নয়, দিনেও বাড়ির উঠোনে ও টিনের চালে পড়ছে পাথরের টুকরো(ঢিল)। কেউ ঢিল ছুড়ছে। তাকে স্থানীয়রা ও পুলিশ ধরতে পারছে না।...

Golden Ball Auctioned | খোঁজ মিলেছে মারাদোনার হারিয়ে যাওয়া সোনার বলের, প্যারিসে শুরু নিলামের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ৩৮ বছর আগের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন দিয়েগো মারাদোনা। মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে পায়ের...
Left-Trinamool women are campaigning for election

Post poll violence | ভোট মিটতেই নির্বাচন পরবর্তী হিংসায় রক্তাক্ত মুর্শিদাবাদ, জখম অন্তত ২০

0
মুর্শিদাবাদ: ভোট মিটতেই নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) রক্তাক্ত মুর্শিদাবাদ (Murshidabad) জেলা। রানিতলা এবং ইসলামপুর থানা এলাকায় রাজনৈতিক সংঘর্ষে জখম হয়েছেন কমপক্ষে ১০...

Most Popular