Friday, May 10, 2024
HomeMust-Read NewsWeather Report | বঙ্গে বাড়ছে তাপমাত্রা, কোন কোন জেলায় বৃষ্টি?  

Weather Report | বঙ্গে বাড়ছে তাপমাত্রা, কোন কোন জেলায় বৃষ্টি?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমের দাপট বাড়ছে দক্ষিণবঙ্গে। বৃষ্টিরও তেমন দেখা নেই। সকাল থেকেই গরমে কার্যত নাজেহাল মানুষ। এপ্রিলের শুরুতেই হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিম থেকে গরম ও শুষ্ক বাতাস আসার কারণে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলছে তাপপ্রবাহ। পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে চলছে তাপপ্রবাহ। তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। তবে শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৬ এবং ৭ তারিখ বৃষ্টি হতে পারে। এমনকি সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ সেই সময় বঙ্গোপসাগর থেকে ঢুকতে পারে বাতাস। ঝাড়খণ্ড ও বিহার থেকে ওড়িশা – অন্ধ্রপ্রদেশ উপকুল পর্যন্ত থাকতে পারে একটি নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা বাতাস ঢুকে তৈরি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার পশ্চিমের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ তারিখও রাজ্যের সব জেলাতেই কম-বেশি হতে পারে বৃষ্টি। এর মধ্যে আবার কয়েকটি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান- সহ কয়েকটি জেলায় আবার ৪০ থাকা ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তরবঙ্গে প্রতিদিনই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তেও পারে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এরপর আগামীকাল শনিবার থেকে উত্তরবঙ্গে সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে। বিশেষত উত্তরের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হতে পারে বেশি বৃষ্টি। তুলনামূলক মালদা এবং দুই দিনাজপুরের কম বৃষ্টি হবে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Earthquake | ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল। শুক্রবার সকাল ৭টা ২২ মিনিট নাগাদ কার্গিলে ভূকম্পন অনুভত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল...

Siliguri | নার্সিংহোমের দায়সারা মনোভাবের জের, শিলিগুড়িতে নিখোঁজ বৃদ্ধ!

0
শিলিগুড়ি: নার্সিংহোমের (Nursinghome) গাফিলতিতে নিখোঁজ বৃদ্ধ! শিলিগুড়ির (Siliguri) লেকটাউনের বাসিন্দা ষাটোর্ধ্ব ওই বৃদ্ধের নাম আশুতোষ কর্মকার। ঘটনার পর বৃদ্ধের জামাই নিউ জলপাইগুড়ি থানায় (New...

Theft of sand | শহরের প্রাণকেন্দ্র থেকে দেদারে চুরি হচ্ছে বালি! আদৌ কি টনক...

0
শিলিগুড়ি: শহরের প্রাণকেন্দ্রে দেদারে চুরি হচ্ছে বালি (Ttheft of sand)। শিলিগুড়ি (Siliguri) এয়ার ভিউ মোড় সংলগ্ন মহানন্দা (Mahananda river) নদীর ছবিটা প্রায় প্রতিদিন এমনই।...

যোগীতেই মন মজে লখনউয়ের বাঙালিদের

0
রূপায়ণ ভট্টাচার্য, লখনউ: হুসেইনগঞ্জ মেট্রো স্টেশন থেকে একটু এগোলে লখনউয়ের পুরোনো হিউইট রোড। রাস্তার মধ্যে একটি গলি ঢুকে গিয়েছে অনেকটা। রবীন্দ্র জয়ন্তীর সন্ধেয় সেখান...

পুলিশ ও আবগারির নামে তোলাবাজি, বারে অনিয়মে অভয় দিচ্ছেন প্রধাননগরের ‘মজুমদারবাবু’

0
শিলিগুড়ি: কোথাও ঝামেলা হলে সামাল দিতে হবে? পুলিশ কিংবা আবগারিকে হাতের মুঠোয় রাখতে হবে? টাকা দিলেই নাকি সব কাজ হয়ে যাবে। শিলিগুড়িতে বার এবং...

Most Popular