Sunday, May 26, 2024
HomeMust-Read NewsMaynaguri | কখনও কুলির অমিতাভ তো কখনও প্রেমিক মজনু! ‘বহুরূপী’ রাজুর সাধনাতেই...

Maynaguri | কখনও কুলির অমিতাভ তো কখনও প্রেমিক মজনু! ‘বহুরূপী’ রাজুর সাধনাতেই প্রাণ পায় চরিত্রেরা

রাস্তায় লোকের ভিড়েই মাঝেই কোথাও বসে নির্বিঘ্নে সেজে নেন। নিজের মেকআপ (Make up) করেন নিজেই।

ময়নাগুড়ি: ডুয়ার্সের (Dooars) বিভিন্ন শহরে বহুরূপী সেজে পথে পথে ঘুরে বেড়ান রাজু শ্রীবাস্তব। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা রাজু বংশপরম্পরায় এভাবেই রুটি রুজির পথ বেছে নিয়েছেন। পেশার টানে প্রতিদিন এক শহর থেকে ছুটে যান অন্য শহরে। রাস্তায় লোকের ভিড়েই মাঝেই কোথাও বসে নির্বিঘ্নে সেজে নেন। নিজের মেকআপ (Make up) করেন নিজেই। পুরোটাই করেন নিজের হাতে। সাজতে সাজতেই চলে ডায়লগ আওড়ানো। অভিনয়ও করেন খুব ভালো। দিনের শেষে মেরেকেটে আয় হয় ৩০০ টাকা। কখনও বা ৪০০ টাকা। এই রোজগারেই চালাতে হয় সংসার।

শুক্রবার সকালে রাজু শ্রীবাস্তবের দেখা মিলল ময়নাগুড়ি বাজারে। এদিন মজনুর বেশে ছিলেন তিনি। সাজগোজ নিয়ে রাজু তখন খুব ব্যস্ত। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে সাজ পোশাকের নানান সরঞ্জাম। এর মাঝেই জুড়লেন গল্প। নিজের জীবন, পেশা এবং পরিবারের (Family) গল্প বললেন একনাগাড়ে। আলোচনা শেষ হতেই হিন্দি সিনেমার সুপারস্টারের মতো আউড়ে দিলেন লায়লা মজনুর বিখ্যাত ডায়লগ।

রাজু ধূপগুড়ির মহাকালপাড়ায় প্রায় তিরিশ বছর ধরে বাড়ি ভাড়া করে থাকেন। সঙ্গে থাকেন স্ত্রী কাসাদেবী। তাঁদের কোনও সন্তান নেই। শৈশবে ঠাকুরদা রামপ্রসাদ শ্রীবাস্তবের হাত ধরে এই শহরে প্রথম এসেছিলেন তিনি। তারপর বাবা পান্নালাল শ্রীবাস্তবের হাত ধরেই সরাসরি রোজগারের ময়দানে নেমে পড়া। তাঁরা আজ কেউই আর বেঁচে নেই। তবে রাজুর মাধ্যমে বেঁচে আছে তাঁদের পূর্বপুরুষের এই পেশা (Occupation)।

কত ধরণের সাজ, কত ধরণের অভিনয় (Acting) যে জানেন, তার কোন ইয়ত্তা নেই। অসাধারণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলেন একেকটি চরিত্র। সঙ্গে স্মৃতি শক্তিও প্রখর। জোকার খুব প্রিয় চরিত্র রাজুর। একবার নাকি কুলি সেজে ময়নাগুড়িতে অমিতাভ বচ্চনের সাজে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। প্রচুর টাকা রোজগার (Earn) হয়েছিল সেবার। অচিরেই হয়ে উঠেছিলেন সবার প্রিয়। এভাবেই ‘বহুরূপী’ হয়ে জীবনের বাকি দিন দিতে চান রাজু শ্রীবাস্তব।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

পটপরিবর্তন নেই পট্টনায়কের

0
  শাক্যসেন মিত্র ওডিশায় ক্রমশই এক বিস্ময় হয়ে দাঁড়িয়েছেন নবীন পট্টনায়ক। শুধু রাজ্যের নয়, দেশের প্রেক্ষাপটেও তিনি এক বিস্ময়। লোকসভার সঙ্গে সঙ্গে এখানে বিধানসভাতেও ভোট।...

Leopard | গরমে চিতাবাঘের খাবারের মেনু বদল, গোরুর বদলে মুরগির মাংস-ওআরএস

0
মাদারিহাট: চারিদিকে প্রবল তাপপ্রবাহ। নিয়মিত তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ছে। গরমে শরীর সুস্থ রাখতে কী খাবেন, কী খাবেন না তা নিয়েও চলছে বিস্তর আলোচনা।...

‘সুশাসনবাবু’ থেকে ‘পাল্টুরাম’ অস্তাচলে

0
  অমল সরকার কী হবে বিহারে? জানতে আগ্রহী গোটা ভারত। ২০১৯-এর লোকসভা ভোটে রাজ্যের ৪০টি আসনের ৩৯টি দখল করেছিল বিজেপি-জেডিইউ-র এনডিএ জোট। একটি পেয়েছিল কংগ্রেস।...

Illegal Construction | চুক্তিতেই প্রচুর গোলমালের অভিযোগ, নিয়ন্ত্রিত বাজারে বেআইনি নির্মাণ শিলিগুড়িতে

0
শিলিগুড়ি: শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে প্রশাসনিক মদতেই বেআইনি নির্মাণের রমরমা। বাজারের দুই নম্বর গেটে লেভি আদায় কেন্দ্রের পিছনের যে নির্মাণ, তা নিয়ে কয়েকদিন ধরে জলঘোলা...

আবার এগিয়ে হিমন্তই

0
  দেবজ্যোতি চক্রবর্তী সানোয়ারা। বর্তমানে অসম সরকারের একটি দপ্তরে অফিসার পদে কর্মরত। বাসে করে অফিস যাতায়াতের পথেই সানোয়ারার সঙ্গে পরিচয়। ২০১৫ সালে স্নাতক হয়েছেন সানোয়ারা। ছয়জনের...

Most Popular