উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ বছর মাধ্যমিকে প্রথম স্থান দখল করে নিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। ৭০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯৭। পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা। মেধাতালিকায় প্রথম স্থানে উঠে আসার পর খুবই খুশি দেবদত্তা। আর এই সাফল্যের জন্য নিজের মাকেই পুরো কৃতিত্ব দিচ্ছে সে। তার এই সাফল্যে গর্বিত এলাকাবাসী।
বরাবরই মেধাবী ছাত্রী হিসেবেই এলাকায় পরিচিত দেবদত্তা। সে জানায়, প্রতিদিন ১০-১২ ঘণ্টা পড়াশোনা করত সে। পড়াশোনায় তাকে অনেক সাহায্য করেছেন গৃহশিক্ষকরা। তার প্রতিটি বিষয়ের জন্য প্রাইভেট টিউটর ছিলেন। তবে ভৌতবিজ্ঞান পড়ার ক্ষেত্রে সে মায়ের থেকেও অনেক সাহায্য পেয়েছে। দেবদত্তা জানায়, তার পছন্দের দুই বিষয় অঙ্ক এবং বিজ্ঞান। পরবর্তীকালে দেশের কোনও অগ্রণী আইআইটি থেকে পদার্থবিদ্যায় উচ্চশিক্ষা করতে চায় দেবদত্তা।