Saturday, May 4, 2024
HomeTop NewsElectoral bonds data | সুপ্রিম নির্দেশ, মুখবন্ধ খামে জমা পড়া তথ্য প্রকাশ্যে...

Electoral bonds data | সুপ্রিম নির্দেশ, মুখবন্ধ খামে জমা পড়া তথ্য প্রকাশ্যে আনল কমিশন

নয়াদিল্লি: নির্বাচনি বন্ড (Electoral Bonds) সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন (ECI)। কারা বন্ড কিনেছে, কোন কোন রাজনৈতিক দল সেই সমস্ত বন্ড ভাঙিয়ে থেকে টাকা তুলেছে, রবিবার কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেসব তথ্য প্রকাশ করেছে। কমিশন (ECI) সূত্রের খবর, রাজনৈতিক দলগুলি নির্বাচনি বন্ড সংক্রান্ত যে সমস্ত তথ্য মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল, সেই তথ্যই এবার প্রকাশ্যে আনা হল। এদিন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, শীর্ষ আদালতের রেজিস্ট্রি থেকে প্রাপ্ত তথ্যই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আদালত একটি মুখবন্ধ খামে নির্বাচনি বন্ড সংক্রান্ত সেই তথ্য দিয়েছিল। এটা ১২ এপ্রিল ২০১৯ সালের আগে নির্বাচনি বন্ড সংক্রান্ত তথ্য বলে মনে করা হচ্ছে।

কবে বন্ড কেনা হয়েছে, বন্ডের (Electoral Bonds) সংখ্যা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) কোন শাখা থেকে তা কেনা হয়েছিল, সেই বন্ড কোন রাজনৈতিক দল কবে ভাঙিয়েছে-এসব তথ্য রয়েছে নতুন নথিতে। যদিও এই তথ্যে নির্বাচনি বন্ডের ইউনিক নম্বর নেই। তৃণমূল কংগ্রেস এসবিআইকে চিঠি দিয়ে বন্ডের ইউনিক নম্বর চেয়েছে, যাতে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে পারে।

যে দলগুলি নির্বাচনি বন্ড নগদে পরিণত করেছে তাদের মধ্যে রয়েছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এএপি, সমাজবাদী পার্টি, এআইএডিএমকে, বিআরএস, শিবসেনা, টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস, ডিএমকে, জেডিএস, এনসিপি, জেডিইউ এবং আরজেডি। তথ্য মোতাবেক, বন্ডের মাধ্যমে অনুদান হিসেবে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি। পরেই তৃণমূল কংগ্রেস। কংগ্রেস তিন নম্বরে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত নির্বাচনি বন্ডের মাধ্যমে অনুদান বাবদ ৬,০৬০.৫ কোটি টাকার বেশি পেয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ১,৬০৯.৫৩ কোটি টাকার বেশি। কংগ্রেসের প্রাপ্তি প্রায় ১,৪২১.৮৭ কোটি। তবে বহুজন সমাজ পার্টি (বিএসপি), সিপিআই(এম) জানিয়েছে, তারা নির্বাচনি বন্ডের মাধ্যমে কোনও অনুদান পায়নি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

উত্তরবঙ্গের মুনিয়ারা বাঁচুক নিজেদের ভুবনে

0
দ্যুতিমান ভট্টাচার্য গত সেপ্টেম্বরে কোচবিহার জেলায় কাজে যোগদান করি। হাওড়া-কলকাতার ভিড়-ধোঁয়া থেকে আমূল পরিবর্তন। এক বুক সবুজ শ্বাস নিলাম। শহরের রেলগুমটি এলাকায় আমার বাংলো।...

Madhyamik | মাধ্যমিকে আদিবাসী ছাত্রীর নজরকাড়া ফল, চরম আর্থিক অনটনেও ডাক্তার হওয়ার স্বপ্ন সুদীপার...

0
কুমারগঞ্জঃ চরম আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও মাধ্যমিকে নজরকাড়া ফল করল এক আদিবাসী ছাত্রী। দরিদ্র পরিবারের এই কৃতী ছাত্রীর চোখে এখন ডাক্তার হওয়ার স্বপ্ন। এই মেধাবী...

নিশ্চয়তার মধ্যেও অস্থিরতা সর্বত্র

0
রূপায়ণ ভট্টাচার্য কলকাতা কোনওদিন লন্ডন হবে না। ভারতের মানুষের অচ্ছে দিনও আসবে না। লোকসভা ভোট দিতে যাওয়ার আগে সব মানুষই এসব জেনে গিয়েছে। জেনে গিয়েছে, অনেক...

শাসনবেড়ির সুবাদে বঙ্গে ভাগাভাগির ছবি ভোটে

0
গৌতম সরকার আমাদের এখন মনে হচ্ছে, ভোটের ফলাফলের চেয়েও বেশি অনিশ্চিত কুণাল ঘোষের ভবিষ্যৎ। অতঃপর কী করবেন কুণাল, পদ কাড়লেও তৃণমূল তাঁকে দল থেকে...

Soil testing of tea gardens | উর্বরতা ধরে রাখতে এবার চা বাগানের মাটি পরীক্ষা...

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: বদলে যাওয়া জলবায়ুর নেতিবাচক প্রভাব এসে পড়ছে উত্তরবঙ্গের একমাত্র সংগঠিত শিল্প চায়ের ওপর। উচ্চ গুণগতমানের কাঁচা পাতা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে...

Most Popular