Saturday, May 4, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গlok sabha election 2024 | রায়হানের মধ্যে বরকতদার ‘ছায়া’ দেখছেন প্রবীণ কংগ্রেসকর্মীরা

lok sabha election 2024 | রায়হানের মধ্যে বরকতদার ‘ছায়া’ দেখছেন প্রবীণ কংগ্রেসকর্মীরা

গোলাপগঞ্জঃ গোলাপগঞ্জের রাস্তায় প্রচার সারছিলেন তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। তাঁকে দেখেই কিছুটা আপ্লুত হয়ে ওঠেন এলাকার প্রবীণ কংগ্রেস নেতা দামোদর মণ্ডল। তিনি নিজেই বলে ওঠেন, ‘বরকতদা আর রায়হানকে এক আত্মা মনে হচ্ছে। যেভাবে সাধারণ মানুষ রায়হানকে আপন করে নিচ্ছে, দেখে ভাবছি এতো আশির দশকের খান সাহেব।’

হ্যাঁ, গোলাপগঞ্জের অনেকেই এবিএ গনিখান চৌধুরীর ছায়া দেখছেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থীর মধ্যে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গোলাপগঞ্জের এক সময়ের দাপুটে কংগ্রেস নেতা ছিলেন দামোদর মণ্ডল। তিনি জানান, ‘রায়হানকে দেখে ও তাঁর কথা শুনে মনে হচ্ছে বরকত সাহেবকে দেখছি।’ শুধু দামোদর মণ্ডলই নন, রায়হানকে নিয়ে একই কথা এলাকার অনেকেরই।

মঙ্গলবার সকালে কালিয়াচক পুরাতনবাবুর হাটের বাড়ি থেকে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের চরঅনন্তপুর টাওয়ার মোড় থেকে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। হুড খোলা গাড়িতে বিধায়িকা চন্দনা সরকারকে সঙ্গে নিয়ে প্রখর রৌদ্রে এগোতে থাকেন শাহনওয়াজ। কালিয়াচক ৩ ব্লকের চরি অনন্তপুর বাজার, গোলাপগঞ্জ বাস স্ট্যান্ড, খড়িবনা বাজার, ষাড়দাহ্ মোড়, শ্মশানী গোয়ালপাড়া হয়ে বাবরবনা যায় রায়হানের কনভয়।

পরে শ্রীনিবাসপুর, সাহেলাপুর বিজয় মোড়, গোয়েশ্বরি হাইস্কুল মোড়, রামনগর বাজার, ভোলায়চক, ডোমায়চক, শাহবাজপুর স্ট্যান্ডের বিভিন্ন রাজ্য সড়ক, মেঠো আলপথ ধরে গ্রামে গ্রামে ঘুরে বামনটোলা স্কুল মোড় পর্যন্ত রোড শো করেন তিনি। গ্রামের পথে পথে হুড খোলা গাড়ি, কোথাও আবার জনসাধারণের ভিড়ে রাস্তায় নেমে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। পথের দু’ধারে উৎসুক মানুষ তাঁকে দেখতে যেমন ভিড় জমান, আবার কোথাও ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তৃণমূল প্রার্থীকে।

সীমান্তবর্তী এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন তৃণমূল প্রার্থী। শাহনওয়াজ বলেন, ‘এখানকার প্রাক্তন সংসদ সীমান্তবর্তী এলাকার মানুষের সমস্যা, হাসপাতাল, পানীয় জলের সমস্যা, গঙ্গা ভাঙন সহ নানা বিষয়ে দীর্ঘদিন ধরে উদাসীন থেকে গিয়েছেন। পার্লামেন্টে গিয়ে এখানকার মানুষের কথা বলেননি। তাই উন্নয়নও অধরা থেকে গিয়েছে।’ পরে দলীয় কার্যালয়ে কর্মীসভা করেন। পরে ইফতারে অংশ নেন তিনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Madhyamik | মাধ্যমিকে আদিবাসী ছাত্রীর নজরকাড়া ফল, চরম আর্থিক অনটনেও ডাক্তার হওয়ার স্বপ্ন সুদীপার...

0
কুমারগঞ্জঃ চরম আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও মাধ্যমিকে নজরকাড়া ফল করল এক আদিবাসী ছাত্রী। দরিদ্র পরিবারের এই কৃতী ছাত্রীর চোখে এখন ডাক্তার হওয়ার স্বপ্ন। এই মেধাবী...

নিশ্চয়তার মধ্যেও অস্থিরতা সর্বত্র

0
রূপায়ণ ভট্টাচার্য কলকাতা কোনওদিন লন্ডন হবে না। ভারতের মানুষের অচ্ছে দিনও আসবে না। লোকসভা ভোট দিতে যাওয়ার আগে সব মানুষই এসব জেনে গিয়েছে। জেনে গিয়েছে, অনেক...

শাসনবেড়ির সুবাদে বঙ্গে ভাগাভাগির ছবি ভোটে

0
গৌতম সরকার আমাদের এখন মনে হচ্ছে, ভোটের ফলাফলের চেয়েও বেশি অনিশ্চিত কুণাল ঘোষের ভবিষ্যৎ। অতঃপর কী করবেন কুণাল, পদ কাড়লেও তৃণমূল তাঁকে দল থেকে...

Soil testing of tea gardens | উর্বরতা ধরে রাখতে এবার চা বাগানের মাটি পরীক্ষা...

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: বদলে যাওয়া জলবায়ুর নেতিবাচক প্রভাব এসে পড়ছে উত্তরবঙ্গের একমাত্র সংগঠিত শিল্প চায়ের ওপর। উচ্চ গুণগতমানের কাঁচা পাতা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে...

Cooch Behar | ধানখেতে পড়ে নিখোঁজ বৃদ্ধের দেহ, খুবলে খেল শেয়াল-কুকুর

0
সিতাই: নিখোঁজ বিশেষভাবে সক্ষম এক বৃদ্ধের দেহ উদ্ধার হল। শনিবার সকালে ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) সিতাইয়ের (Sitai) আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাজিতচাতরা গ্রামে। পুলিশ ও...

Most Popular