Top News

ভিনরাজ্যে মৃত্যু মালদার শ্রমিকের, দেহ আনতে সরকারের কাছে আবেদন পরিবারের

চাঁচল: পেটের টানে ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল মালদার এক শ্রমিকের। ভিনরাজ্য থেকে দেহ নিয়ে আসার খরচ কীভাবে জোগাবে, তাই ভেবে পাচ্ছে না পরিবার। সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা। এলাকায় কর্মসংস্থান না থাকার কারণেই পেটের টানে এলাকার যুবকদের বাইরে যেতে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। মৃত্যু নিয়েও তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। ১০০ দিনের কাজ বন্ধ থাকার কারণে এলাকার যুবকদের বাইরে যেতে হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এদিকে, রাজ্য সরকার কর্মসংস্থান দিতে সম্পূর্ণ ব্যর্থ বলে পালটা অভিযোগ তোলে বিজেপি।

মৃত যুবকের নাম রমজান খান (২২)। সে মালদা জেলার চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রামের শহরবাগের বাসিন্দা ছিল। এলাকায় কাজ নেই। বাড়িতে বৃদ্ধ বাবা-মা। সংসারের হাল ধরতে পাড়ি দিয়েছিল ভিনরাজ্যে। দীর্ঘ দু’বছর ধরে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করত রমজান। পঞ্চায়েত ভোটের সময় ভোটও দিতে এসেছিল বাড়িতে। ভোট দিয়ে ঠিকাদারের অধীনে কাজ করতে যায় ছত্তিশগড়ে। এক মাস কাজ করে আবার মহরমে আসার কথা ছিল তার। তবে আর তার ফেরা হল না। রবিবার রাত ন’টা নাগাদ বাড়িতে ফোন মারফত জানানো হয়, কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রমজানের। এদিকে, সুদূর ছত্তিশগড় থেকে রমজানের দেহ কীভাবে বাড়িতে আনা হবে, তা নিয়ে চিন্তায় পরিবার। সরকারের কাছে ছেলের দেহ আনার বন্দোবস্ত করার আবেদন জানিয়েছেন বাবা একলাকুল খান।

মালদা জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা দেহ আনার ব্যবস্থা করছি। তবে বিজেপি এই ঘটনা নিয়ে রাজনীতি করছে। ওই পরিবারের পাশে তৃণমূল রয়েছে।’ বিজেপির জেলা কমিটির সদস্য সুভাষকৃষ্ণ গোস্বামীর অভিযোগ, ‘তৃণমূল সরকার কর্মসংস্থান দিতে সম্পূর্ণ ব্যর্থ। রাজ্যে কাজ নেই। পেটের টানে যুবকরা বাইরে যাচ্ছে। এর দায় তৃণমূলকে নিতে হবে।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

ধোঁয়ায় ভোগান্তি শান্তিনগর হাউজিং কমপ্লেক্সের আবাসিকদের রণজিৎ ঘোষ শিলিগুড়ি, ৯ মে : সপ্তাহখানেক ধরে দমবন্ধকর…

5 mins ago

জয়ন্তী-রায়ডাক তটে আজও জীবন বিবর্ণ

শৌভিক রায় সলসলাবাড়ি পার করে উত্তরমুখী রাস্তা ধরতেই রঙের মেলা। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল সহ অজস্র…

21 mins ago

নতুন মার্চেন্ট অফ ভেনিসের প্রতীক্ষায়

অতনু বিশ্বাস ২০০৭ সালের ইতালি সফরের বেশিরভাগ সময়টাই কাটিয়েছি মিলান শহরে। মাঝে একদিন ট্রেনে করে…

40 mins ago

এসএফ রোডজুড়ে ফুটপাথ দখল ব্যবসায়ীদের, প্রশাসনকে পদক্ষেপের আর্জি

শিলিগুড়ি: কোথাও পার্কিংয়ের নাম করে দড়ি দিয়ে ঘেরা হয়েছে রাস্তার পাশের জায়গা। কোথাও আবার দোকানের…

46 mins ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে মেটেলি ব্লকে প্রথম, ভবিষ্যতে নার্স হতে চায় নুরনেহার

চালসা: উচ্চমাধ্যমিকে মেটেলি ব্লকে প্রথম স্থান দখল করল পূর্ব বাতাবাড়ির নুরনেহার পারভীন। সিএম উচ্চ বিদ্যালয়…

2 hours ago

Train Services | যাত্রীর চাপ সামলাতে নতুন ট্রেন, বুধবার করে চলবে হাওড়া-এনজেপি স্পেশাল

শিলিগুড়ি: বন্দে ভারতের পরিবর্তে নতুন ট্রেন (Train Services) পাচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন (NJP)। গ্রীষ্মকালীন পর্যটনে…

2 hours ago

This website uses cookies.