উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক হাতে সন্তান আরেক হাতে ই-রিক্সার হাতল। এভাবেই রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করছেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, মহিলার এক হাতে ই-রিক্সার হাতল আর এক হাতে তিনি সন্তানকে আগলে রেখে দিয়েছেন। তিনি তাঁর এক পা ও হাত দিয়ে বাচ্চাটিকে এমনভাবেই ধরে রেখেছিলেন, যাতে শিশুটি নিশ্চিন্তে ঘুমোতে পারে।‘
ই-রিক্সা চালিয়ে অন্নের যোগান করতে হয় সেই মা’কে। কিন্তু তিনি বাড়ি থেকে বের হলে কোলের বাচ্চাটাকে দেখবে কে, দেখার কেউ নেই। তাই, কোলের শিশুকে নিয়েই রিক্সা চালান ওই মহিলা। জীবিকা নির্বাহের জন্য মা যেভাবে ই-রিক্সা চালিয়ে তাঁর সন্তানের দেখভাল করছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন ওই মহিলা। টুইটারে কেউ কেউ ওই মহিলাকে স্যালুট জানিয়েছেন। কেউ আবার বলেছেন, ‘ইনি নারী। মা হওয়ার পর ঈশ্বর নারীদের এক অদ্ভুত ক্ষমতা দিয়ে দেন। সেই ক্ষমতাতেই মায়েরা সবই পারেন।’
हालातों की जलती धूप में
वो हवा सर्द बन जाती है ……..
.
.
.
.
वो नाजुक सी दिखने वाली “मां”
औलाद के लिए “मर्द” बन जाती है…….!!!! pic.twitter.com/DdMxNlkWxy— खामोश कलम🖋️🖋️ (@khamosh_kalam) July 5, 2023