উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হল। পুরোনো সংসদ ভবন থেকে নতুন ভবনের আকৃতি অনেকটাই আলাদা। ত্রিকোন আকৃতির এই ভবন নিয়ে এবার কটাক্ষ করেছে আরজেডিএ। বিহারের শাসকদল এই নিয়ে টুইট করেছে। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। টুইটে দেখা যাচ্ছে, নতুন সংসদ ভবনের পাশে কফিনের ছবি দিয়ে কোলাজ করেছে আরজেডিএ। এ টুইটের পালটা তোপ দেগেছে বিজেপি।
কেন্দ্রের দাবি, ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক জড়িয়ে আছে নয়া এই সংসদ ভবনে। নতুন এই ভবনে লোকসভার কক্ষ তৈরি করা হয়েছে ময়ূরের আদলে। মিরজাপুরের গালিচা থেকে শুরু করে রাজস্থানের পাথর ব্যবহার করা হয়েছে সংসদ ভবনে। মুম্বই থেকে আনা হয়েছে আসবাব। এই ভবন নিয়েই বিতর্ক শুরু হয়। বিজেপি নেতা আরজেডিএ-র টুইটের পালটা বলেন, ‘আজ একটি ঐতিহাসিক মুহূর্ত এবং দেশ এর জন্য গর্বিত। আপনারা এই সময়ে দেশের ওপর নজর দিচ্ছেন, আর কিছুই করছেন না। নিজের বুকে নিজেই মারতে থাকুন। ২০২৪ সালে দেশের জনগণ আপনাদেরই এই কফিনে সমাহিত করবে এবং আপনাকে নতুন গণতন্ত্রের মন্দিরে প্রবেশের সুযোগও দেবে না। আপনার কফিন হবে এই সংসদ।’ আবার বিতর্ক শুরু হতেই আরজেডিএ-র তরফে শক্তি সিং যাদব বলেন, ‘দেশের গণতন্ত্রকে পুঁতে ফেলা হয়েছে। সেটা বোঝাতেই এই পোস্ট করা হয়েছে। আমাদের টুইটের কফিনটির অর্থ, গণতন্ত্রকে সমাহিত করা হয়েছে। তারই প্রতীক হিসেবে এই কফিনের ছবি পোস্ট করা হয়েছে। দেশ এটা মেনে নেবে না। সংসদ গণতন্ত্রের মন্দির এবং এটি আলোচনার জায়গা।’