বালুরঘাট: রাজ্যে ঘূর্ণিঝড় মোকা কোনও প্রভাব ফেলবে কিনা সেই নিয়ে এখনও সংশয় রয়েছে। এরইমধ্যে মাত্র দশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একাংশ। বৃহস্পতিবারের রাতে কিছুক্ষণের ঝড়ে বালুরঘাটে জেলা আদালত চত্বর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরজুড়ে প্রচুর গাছ উপড়ে গিয়েছে। মূলত বালুরঘাটে জেলা আদালত চত্বরে থাকা বড় একটি বটগাছ ঝড়ে পড়ে গিয়েছে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আদালতের ভেতরে থাকা একাধিক সেরেস্তা। এছাড়াও ভেঙে পড়েছে আদালতের মূল গেট। সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে রাস্তা।
আদালত চত্বরের বাইরে থাকা ইলেকট্রিকের ট্রান্সফর্মার ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। যার ফলে বিস্তীর্ণ এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। গতকাল রাত থেকে রাস্তা পরিষ্কারের কাজে নেমেছে বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ। রাতভর কাজের পর শুক্রবার সকাল থেকেও ডিজাস্টার ম্যানেজমেন্ট ও বালুরঘাট পুরসভার কর্মী সহ পুলিশ প্রশাসন একযোগে কাজ করে চলেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেভাবে গাছ পড়ে রয়েছে তাতে কতক্ষণে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা যাবে তা নিয়ে সন্ধিহান রয়েছেন খোদ কর্মীরাই। করছে পুরসভা কর্তৃপক্ষ। এদিকে শহরের বেশ কিছু জায়গায় খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে।