বালুরঘাট: সরকারি কাজে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল পিএইচই (PHE) দপ্তররের এক ঠিকা সংস্থার বিরুদ্ধে। বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার ঘটনা। বিদ্যুৎ চুরির বিষয়টি হাতেনাতে ধরা পরার পরই এনিয়ে গতকাল রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিকা সংস্থা কর্ণধার ও মূল মিস্ত্রির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় বালুরঘাট থানায়। অভিযোগ দায়ের করেন বালুরঘাট বিদ্যুৎ সাপ্লাই অফিসের স্টেশন ম্যানেজার (WBSEDCL)বিশ্বজিৎ মণ্ডল।
জানা গেছে, বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় জল জীবন মিশন (Jal jeeban Mission) প্রকল্পের কাজ করার জন্য পাইপ লাইনের কাজ চলছে। এর জন্য কামারপাড়া হাসপাতালের মাঠে ঠিকা সংস্থার তরফে টেন্ট করা হয়েছে। অভিযোগ, গত এক মাস ধরে অস্থায়ী টেন্টে বিদ্যুৎ চুরি করে কাজ চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় হানা দেন বালুরঘাট বিদ্যুৎ সাপ্লাই অফিসের স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ মণ্ডল। চুরির বিষয়টি হাতে নাতে ধরার পরই এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিদ্যুৎ দপ্তর।
WBSEDCL | সরকারি কাজে বিদ্যুৎ চুরির অভিযোগ ঠিকা সংস্থার বিরুদ্ধে
শেষ আপডেট: