Tuesday, May 7, 2024
HomeBreaking Newsসাহিত্য জগতে গভীর শূন্যতা, চিরঘুমের দেশে ‘কালবেলা’-র স্রষ্টা সমরেশ মজুমদার

সাহিত্য জগতে গভীর শূন্যতা, চিরঘুমের দেশে ‘কালবেলা’-র স্রষ্টা সমরেশ মজুমদার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার। ২৫ এপ্রিল হাসপাতালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। টানা দুই সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন। খুব একটা চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আগে থেকেই তাঁর সিওপিডি-র সমস্যা ছিল। দীর্ঘ রোগভোগের পর সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।

উত্তরবঙ্গের ভূমিপুত্র সমরেশ মজুমদারের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য মহলে। ১৯৪৪ সালের ১০ মার্চ উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম সমরেশ মজুমদারের। এখানেই কেটেছে ছেলেবেলা। বাঙালি হৃদয়কে আন্দোলিত করা এই সাহিত্যিকের শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। তাঁর প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। তারপর ১৯৬০ সালে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন। মাস্টার্স করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কাজ করতেন সংবাদমাধ্যমে। সাহিত্যের পাশাপাশি গ্রুপ থিয়েটারের প্রতি আগ্রহ ছিল তাঁর। মূলত নিম্নবিত্ত মানুষের জীবনকথা ঠাঁই পেয়েছে তাঁর লেখায়।

তাঁর উপন্যাসগুলির মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর ট্রিলজি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ বাংলা সাহিত্য জগতে তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। অনিমেষ-মাধবীলতার মতো একাধিক বহু চর্চিত চরিত্র প্রাণ পেয়েছে তাঁর কলমে। সাহিত্য জগতে অবদানের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান ১৯৮৪ সালে। এছাড়াও বঙ্কিম পুরস্কার, আনন্দ পুরস্কারের মতো পুরস্কারও ছিল তাঁর ঝুলিতে।

এদিকে, সাহিত্যিকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর। সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলি হল: দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। তাঁর প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল।’ সাহিত্যিকের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Irfan Pathan | দাদাকে সঙ্গত করতে আসছেন ‘ভাইজান’ ইরফান পাঠান! কবে, কোথায়?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ গজে দুই ভাইয়ের 'বন্ডিং' দেখেছে গোটা বিশ্ব। এবার দুই ভাইকে দেখা যাবে রাজনীতির আঙিনায়। আগামী বৃহস্পতিবার বহরমপুরে দাদার হয়ে...
Leftist Protest in front of Siliguri Municipal Corporation

Siliguri | মেয়র পারিষদের পদত্যাগের দাবিতে সরব বামেরা, সাঁটানো হল পোস্টার

0
শিলিগুড়ি: একদা বামেদের সঙ্গী বর্তমান তৃণমূল পরিচালিত শিলিগুড়ি (Siliguri) পুর বোর্ডের মেয়র পারিষদ কমল আগরওয়ালের পদত্যাগের দাবিতে সরব বামেরা (Leftist Protest)। কমলের পদত্যাগ চেয়ে...

Jalpaiguri | জলপাইগুড়ি মেডিকেলে বসানো যাচ্ছে না নতুন চিলার, উদাসীন পুর কর্তৃপক্ষ 

0
সৌরভ দেব, জলপাইগুড়ি: মর্গে মৃতদেহের স্তূপ। পুরসভার তরফে মৃতদেহ না সরানোয় মর্গের জন্য আনা নতুন চিলার মেশিন বসাতে পারছে না মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দাবিদারহীন...

SSC Recruitment Case | ‘গোটা প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট করেছেনֹ’, এসএসসিকে তোপ প্রধান বিচারপতির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল (SSC Recruitment Case) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি চলছে। শুনানিতে প্রধান বিচারপতির একের...

Cooch Behar | একমাত্র ছেলে গবেষণার কাজে জার্মানিতে, বেলাশেষে নিঃসঙ্গতাই সঙ্গী বৃদ্ধ দম্পতির

0
শিবশংকর সূত্রধর, কোচবিহার: কয়েকদিন আগেকার কথা বলতে গিয়ে সোমবারও গলা কাঁপছিল অঞ্জলি-বিষ্ণুপ্রসাদের। অবসরপ্রাপ্ত ওই অধ্যাপক দম্পতি একাই বাড়িতে থাকেন। দুজনেরই বয়স সত্তর পেরিয়েছে। একমাত্র...

Most Popular