Tuesday, April 30, 2024
HomeBreaking Newsমোকা রাজ্যে প্রবেশ করলে কোন পথে মোকাবিলা? জানিয়ে দিলেন মমতা

মোকা রাজ্যে প্রবেশ করলে কোন পথে মোকাবিলা? জানিয়ে দিলেন মমতা

কলকাতা: ঘূর্ণিঝড় মোকার মোকাবিলা করতে প্রস্তুত রাজ্য সরকার, সোমবার নবান্নে জরুরি বৈঠকের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে আমপান, ইয়াসের মতো ঝড় আছড়ে পড়েছে উপকূলবর্তী এলাকায়। সেই সব ক্ষেত্রে ঝড়-পরবর্তী পরিস্থিতি ভালোমতোই সামাল দিয়েছে রাজ্যে প্রশাসন। সে কথাও এদিন মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, ঝড় যে আসবেই তা অবশ্য মৌসম ভবন এখনও নিশ্চিত করে বলতে পারেনি। তারা জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করলে মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ওই গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগর বরাবর উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোলে তবে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে রাজ্য প্রশাসন পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে।

ঘূর্ণিঝড় মোকার মোকাবিলা নিয়ে সোমবার নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, ‘পূর্বাভাস মোতাবেক বাংলার কিছু এলাকায় ৯ ও ১০ মে একটু ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ মে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ১০ ও ১১ মে দিঘা এবং সুন্দরবনের মতো এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা প্রস্তুতি সেরে রেখেছি। কোনও সমস্যা হলে আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে দেব।’

তবে সকলকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সম্ভবত এই ঝড় বাংলাদেশ হয়ে মায়ানমারে চলে যাবে। তাই ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই। রাজ্য সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। যেভাবে আগের সাইক্লোনগুলি সামলেছি, এবারও সেভাবেই সামলে নেব।’ ঝড়-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে নবান্নর পাশাপাশি জেলায় জেলায় কন্ট্রোলরুমও খোলা হয়েছে বলে জানিয়েছেন মমতা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
১। প্রকাশ্যে দিবালোকে নদীর বুকে একাধিক শ্যালো মেশিন লাগিয়ে গাড়ি গাড়ি চুরি হচ্ছে বালি কুমারগঞ্জ: নির্বাচন ঘোষণার আগেই জেলা জুড়ে নদীর বালি চুরি আটকাতে ব্যাপক...

‘বাইনারি’ তত্ত্বে ব্যর্থতা ঢাকা যাবে তো কমরেড!

0
  আশিস ঘোষ এক-একটা ভোটে এক-একটা কথা অনেক কথার ভিড় ঠেলে সামনে আসে। অনেক শব্দ। একদা ‘গরিবি হটাও’ থেকে ‘শাইনিং ইন্ডিয়া’, ‘অচ্ছে দিন’ থেকে...

প্রতিবাদের রাজপথে আর নেই নাগরিকরা

0
  অমল সরকার ক’দিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন পুরোনো একটি রশিদের ছবি দিয়ে  ১৯৬৬ সালে চার চাকা গাড়ি এবং পেট্রোলের দাম উল্লেখ করলেন। উৎসাহ পেয়ে...

সংকোশপারের সংকটে সীমান্তের বাঙালিরা

0
  ধ্রুব গুপ্ত হিমালয় থেকে নেমে আসা নীলবর্ণ সংকোশ নদী বাংলা আর অসমের সীমানার সঙ্গে বারবার লুকোচুরি খেলতে খেলতে ব্রহ্মপুত্রে মিশেছে। সে নদীর কোনও অংশকে...

Tea auction centre | জলপাইগুড়ি চা নিলামকেন্দ্রের ভবিষ্যৎ অথই জলে

0
জ্যোতি সরকার, জলপাইগুড়ি, ২৯ এপ্রিল : নর্থবেঙ্গল টি অকশন সেন্টার ওরফে জলপাইগুড়ি চা নিলামকেন্দ্রের ভবিষ্যৎ অথই জলে। ভবনের যে অংশে চা নিলামকেন্দ্র রয়েছে সেই অংশ...

Most Popular