Monday, April 29, 2024
Homeউত্তর সম্পাদকীয়দলের প্রতি আনুগত্যের একটাই অঙ্ক

দলের প্রতি আনুগত্যের একটাই অঙ্ক

গোটা দেশে ভোটের মুখে এক ছবি। কেউ চাকরি, কেউ নানা প্রাপ্তির আশায় দলের সঙ্গে আঠার মতো লেগে থাকেন।

  • সন্দীপন নন্দী

চৈত্রের খরদুপুরে ঠাঁঠাঁ রোদ্দুরতলে বেগুনপোড়া হতে হতে ভাষণ শুনতে কার ভালো লাগে? তবু অহেতুক বকবক, অশ্রাব‍্য ব‍্যক্তি আক্রমণের কথামালা বাধ‍্য হয়ে শুনতেই হয়। সমর্থকদের যুগে যুগে ভোটদূত একথাই বলে যান। শুনবে কিন্তু মনে রাখবে না।

ফলে মাঠেঘাটে এইসময় এক আনুগত‍্যের দোলা লাগে। বাসে, বাজারে, ব‍্যাংকে, ময়দানে বিকেলের ভিড়গুলো ক্রমে মেনে নেওয়া মানুষের দখলে চলে যায়। কেননা সভাশেষে অভ্রভেদি হেলিকপ্টার উধাও না হওয়া পর্যন্ত পাথর হয়ে থাকার রুল জারি হয়েছিল পার্টি অফিসে। সঙ্গে দাদারা বলেছিল, অযুত বিপত্তি সামলেও দলের মহামিছিলে এগিয়ে যেতে হবে। ঘোর মনখারাপের দিনেও বিপক্ষের স্লোগান সাউটিং স্তব্ধ করে জাগিয়ে রাখতে হবে ধর্মতলা হতে কালীতলা।

ফলে কেউ চাকরির আশায়,কেউবা নদীসেতু নির্মাণের অঙ্গীকারপত্র প্রাপ্তির ইচ্ছায় আঠার মতো লেগে থাকবেন দলের সঙ্গে সঙ্গে। নিজেকে শ্রেষ্ঠ কর্মীর স্বীকৃতি দিতে দিনরাত তরুণদল একাকার হবে কেরল থেকে কালনা, মেঘালয় থেকে মালদার বুথে বুথে। এইসময় পাহাড় থেকে সমতলের নির্বাচন সভায় একজন প্রকৃত মানুষের নাম হয়ে উঠবে হোলটাইমার। খোঁজ নিয়ে দেখুন, যারা মণিপুরেও আছে, খাসপুরেও আছে। রেজোলিউশনে লেখা থাকবে, এরাই দলের সম্পদ। কিন্তু দল সরকার গঠন করার কালে এই মণিমাণিক‍্যের গৌরবগাথা কোনওদিন লেখা হবে না। যেখানে কথা না রাখার দশটা ভোট পেরিয়েও যাদের হাসিমুখে গমগম করে পার্টি অফিসগুলো।

এদিকে গণ্ডগ্রামে একযুগ চাকরির কালবেলা কাটিয়েও ভোটের সকালে গৃহবন্দি থাকবেন কোনও সতীর্থ মহামানব। খবর হবে, সব কথা দলকে সমীপেষু করে অভিমানে বিচ্ছেদের পোস্ট দিয়েছেন জনৈক শাখা সম্পাদক। তারপর শত ঘাতপ্রতিঘাত পেরিয়েও নোটা নয়, ভালোবাসার ভোটে নাড়িয়ে দিয়েছেন এক বিক্ষুব্ধ ব‍্যালট ইউনিট। এ তো গল্প নয়, ভোটের রূপকথা মাত্র।

ভোট এলেই একটা ইচ্ছে আর অনিচ্ছের মাঝে সংবেদন জনমন চরকিপাক খায় প্রতিবার। আর ঠিক-বেঠিকের গন্ডা গন্ডা গ্রামার বইগুলো ঠোঙা হয়ে ঘুরতে থাকে নগরে প্রান্তরে। আর মনোনীত দলের ক্ষমতা দখলের সুসংবাদ আগমনের অপেক্ষায় সহসা শান্তসরল মানুষগুলো দলদাস হয়ে ওঠেন। দলের সবভালোর পক্ষপাতিত্বে জনে জনে গান্ধারী হতে চান।

দেখতে দেখতে চোখ, কান, স্বর সব কর্মক্ষমতা হারিয়ে এক প্রাপ্তমনস্ক মানুষ একবগ্গা অশিক্ষিত হয়ে উঠবে টিভি ডিবেটের সন্ধ‍্যায়। যা কিছু ভালো বা যা কিছু শুভ তার সঙ্গে অশুভ-অমঙ্গলের বিভেদ গড়ার ন‍্যূনতম অধিকারবোধটুকু হারিয়ে দিগভ্রান্ত পুতুল হয়ে ব্রিগেড ভরিয়ে তুলবেন কিছু লোক।

এটাই এক দেশে ফুরিয়ে আসা গণতন্ত্রের ফিরিস্তি। নমিনেশনের যে দিন থেকে ঘোষিত হয়, মাইকের অন‍্য নাম বিপ্লব, চিৎকারের অন‍্য নাম অধিকার। ফলে সর্বত্র চেয়ার দখলের অবিশ্বাস‍্য খেলায় মুখভাষ‍্য খেউরে রূপান্তরিত হলেও তাকে স্বাভাবিক বলে সেফজোনের পাঁচিল গড়ে তুলব। তখন হয়তো, বিপক্ষকে কলঙ্কিত করবার গর্জনকালে কোকিলও ভয় পেয়ে নীরব হবে। যে পলাশ আর শিমুলের বন একটা সুদৃশ‍্য হয়ে থেকে যেত ওই নদীপাড়ে কিংবা পাড়ার বকুল ভাণ্ডারের পাশে, সেখানেই ক’দিন পর ছেয়ে যাবে প্রকৃত প্রস্তাবের পনেরো ফুট পোস্টার। ফলে এক পূর্ণবসন্তকে মুছে দেবে প্রতিশ্রুতির কদাকার মিলনমেলা। যা শহরের হাসপাতাল আর সদ‍্য শোকের বাড়িঘরের অখণ্ড নীরবতা ভেঙে নেতাদের গান, খেলাগুলো গণতন্ত্রের কল্লোল যুগ হয়ে জেগে থাকবে। আমরা দেখব কিন্তু মনে রাখব না।

(লেখক শিলিগুড়ির বাসিন্দা। প্রবন্ধকার)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Telangana | অমিত শাহের ভিডিও বিকৃতির জের, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন দিল্লি পুলিশের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ-র বিকৃত করা ভিডিও তেলেঙ্গানা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করার অভিযোগে দিল্লি পুলিশ সমন পাঠাল তেলেঙ্গানার...

Narendra Modi | বাতিল শা’র সভা, ৩ মে নির্বাচনি প্রচারে কৃষ্ণনগরে আসছেন মোদি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৩ মে চতুর্থ দফায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024) কৃষ্ণনগরে (Krishnanagar)। তার আগে মহুয়া মৈত্রের (Mahua Moitra) কৃষ্ণনগরে...

CM Mamata Banerjee | ‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি’, জোটকে কটাক্ষ মমতার

0
খড়গ্রাম: দেশের সর্বোচ্চ আদালত যখন নিয়োগ দুর্নীতিতে রাজ্যকে ধাক্কা দিল, ঠিক তখন মুর্শিদাবাদের খড়গ্রামের নির্বাচনি জনসভা থেকে ফের শ্বেতপত্র প্রকাশের দাবিকে উসকে দিলেন মুখ্যমন্ত্রী...

TMC | নির্বাচনি আচরণবিধির পরোয়া নেই, সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন তৃণমূলনেত্রী

0
হরিশ্চন্দ্রপুর: নির্বাচনি আচরণবিধি চলছে। কিন্তু তা তোয়াক্কা করছেন না তৃণমূলের ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্য। নির্বাচনি আচরণবিধি চলাকালীনই তৃণমূলের(TMC) হরিশ্চন্দ্রপুর-১ (বি) সাংগঠনিক ব্লকের...

Govt Ambulance | সরকারি অ্যাম্বুল্যান্সের সংখ্যা কম, ক্ষোভ উত্তর দিনাজপুরে

0
বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) সরকারি অ্যাম্বুল্যান্স (Govt Ambulance) সংখ্যায় অনেক কম। গোদের ওপর বিষফোঁড়া জটিল পরিষেবা পদ্ধতি। অনেকেরই সেই পদ্ধতি জানে...

Most Popular