fbpx

Find us on

হাসিমারায় ৭টি তক্ষক উদ্ধার, গ্রেফতার ১
আলিপুরদুয়ার
উত্তরবঙ্গ

হাসিমারা, ১ জুলাইঃ এসএসবি ৫৩ ব্যাটেলিয়ান ও বক্সা ব্যঘ্র প্রকল্পের অধীন হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের যৌথ অভিযানে উদ্ধার হল ৭টি তক্ষক। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অনিল লামা। বীরপাড়ার বাসিন্দা।

এসএসবি সূত্রে খবর, গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার রাত ২টা নাগাদ নিউ হাসিমারার রেল স্টেশন সংলগ্ন ৩১ সি জাতীয় সড়কে অভিযান চালায় এসএসবি ও হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের কর্মীরা। সেই সময় একটি ছোটো গাড়িকে আটকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৭টি তক্ষক। ছোটো গাড়ি ও চালককে আটক করা হয়। পরে জেরায় ধৃত জানায়, শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে তক্ষকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।

হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের নরেশ বিশ্বকর্মা জানান, পাচারকারীকে রাতেই গ্রেফতার করে শনিবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এসএসবি ৫৩ ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ড্যান্ট শশি শেখর সিং জানান, পাচার রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। পাচারকারীদের মূল রুট হাসিমারা ও জয়গাঁতে বিশেষ নজরদারি চালান হচ্ছে।

হাসিমারায় ৭টি তক্ষক উদ্ধার, গ্রেফতার ১

Leave a Reply