fbpx

Find us on

ওদলাবাড়িতে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর
উত্তরবঙ্গ
জলপাইগুড়ি
শিরোনাম

ওদলাবাড়ি, ৯ সেপ্টেম্বরঃ বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে ওদলাবাড়ি রেল গেট এলাকায়। দুর্ঘটনার  পর উত্তেজিত জনতা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। মাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে  জানা গিয়েছে, সাইলি চা বাগানের শ্রমিক সুভাষ ওড়াও (৩৮) রেল গেট এলাকা হয়ে জাতীয় সড়ক পার হতে গেলেই দ্রুত গতিতে আসা একটি বাইক তাঁকে ধাক্কা মারে। ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর। আহত হয় বাইক চালকও। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে  তাঁর চিকিৎসা চলছে।

ওদলাবাড়িতে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর

Leave a Reply