Find us on

হুল দিবসে বিভিন্ন দাবিতে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের
উত্তরবঙ্গ
দক্ষিণ দিনাজপুর

বালুরঘাট, ৩০ জুনঃ হুল দিবসে নিজেদের দাবি নিয়ে পথে নামল আদিবাসী সেঙ্গেল অভিযান। শুক্রবার বিভিন্ন দাবিতে বালুরঘাটে সশস্ত্র বিক্ষোভ মিছিল করেন কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বিক্ষোভ চলাকালীন প্রশাসনিক কার্যালয়ের সামনে বিভিন্ন নেতা, মন্ত্রী সহ অন্যান্য জন প্রতিনিধিদের কুশ পুতুলও দাহ করেন আন্দোলনকারীরা। অভিযোগ, আদিবাসী সম্প্রদায়ের নেতা-মন্ত্রী থাকলেও তারা এই সম্প্রদায়ের মানুষের জন্য কিছুই করেনি। আন্দোলনকারীরা মোট ১৩ দফা দাবিতে জেলাশাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

আদিবাসী সেঙ্গেল অভিযানের অন্যতম সদস্য বিভূতি টুডু জানান, অন্য ধর্ম বা জাতির নিজস্ব উৎসবে সরকারি ছুটি থাকলেও ব্যতিক্রম শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষ। দেশের জন্য যারা শহীদ হয়েছেন সেই বীর সিধু মুর্মূ, কানহু মুর্মূ ও বীরসা মুন্ডার জন্ম ও  মৃত্যু দিবসে কোন সরকারি ছুটি দেওয়া হয় না। অথচ এরা দেশের জন্য জীবন দিয়েছিলেন। তাই হুল দিবসের দিন সরকারি ছুটি ঘোষণা সহ বিভিন্ন দাবিতে তারা এদিন জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান। আগামী দিনে দাবি মানা না হলে আরও বড়ো আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন বিভূতিবাবু।

হুল দিবসে বিভিন্ন দাবিতে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *