রসাখোয়া: দুই গ্রামের ব্যবসায়ীদের সংঘর্ষে মৃত্যু হল একজনের। জখম হয়েছেন ছয়জন। শুক্রবার উত্তর দিনাজপুরের করণদিঘির ভুলকি এবং দোমহনা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত ব্যবসায়ীর নাম মণিরুল হক (২৬), বাড়ি ভুলকিতে। জখমদের প্রথমে করণদিঘি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে এদিন সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যায় করণদিঘি থানার পুলিশ। দুই পক্ষের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দোমহনা এলাকার একটি হোটেলের সামনে থেকে টোটো সরানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। যা শুক্রবার সংঘর্ষের আকার নেয়। আইসি সৌম্যজিৎ রায় জানান, দুই এলাকার ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়ছে। ঘটনার তদন্ত চলছে।
টোটোকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে পড়ল গাড়ি, জখম ৭
রায়গঞ্জ: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন সাতজন। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর এলাকায়। স্থানীয়রা জখমদের উদ্ধার...
Read more