ফালাকাটা: শিলবাড়ি ঘাটপাড় এলাকায় অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু হল চিতাবাঘ। মঙ্গলবার বন দপ্তরের (Forest Department)জালে ধরা পড়ে চিতাবাঘটি। গত রবিবার থেকেই আলিপুরদুয়ার-১(Alipurduar) ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। চিতাবাঘের হানায় ৬ জন গ্রামবাসী ও দু’জন বনকর্মী জখম হন। এরপর থেকে জলদাপাড়া বন দপ্তরের তরফে বাঘ ধরতে নানা কৌশল প্রয়োগ করা হয়। কিন্তু তারপরও খাঁচাবন্দি হয়নি চিতাবাঘ। এদিন শিলবাড়ি ঘাটপাড় এলাকায় সুপারি গাছে দেখা যায় চিতাবাঘটি। বনকর্মীরা কয়েক ধাপে ঘুমপাড়ানি গুলি করেন। শেষে বিকেল পাঁচটা নাগাদ ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় চিতাবাঘটি। জাল দিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বন দপ্তর।
স্বামীর সঙ্গে ঘর করতে চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসলেন স্ত্রী
ফালাকাটাঃ স্বামীর সঙ্গে ঘর করতে চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসলেন স্ত্রী। শ্বশুরবাড়িতে ঢোকার জন্য সঙ্গে পুলিশও নিয়ে এসেছিলেন তিনি।...
Read more