পার্ল : টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর থেকেই যন্ত্রণায় দগ্ধ। সমস্যায় জর্জরিত। বিশেষ করে টেস্ট সিরিজ শেষের কয়েক ঘণ্টা পরই বিরাট কোহলির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘটনা নিয়ে ভারতীয় ক্রিকেটের অলিন্দে চর্চা এখনও অব্যাহত। কোহলিকে নিয়ে চলছে নানা জল্পনাও। সঙ্গে আগামীর অধিনায়ক নিয়ে আলোচনা কম হচ্ছে না।
তার মধ্যেই পার্লের বোলান্ড পার্কের মাঠে বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে ওয়ান ডে সিরিজ। লাল বলের সিরিজ শেষে সাদা বলের সিরিজ শুরুর আগে ক্রিকেট সমাজের যাবতীয় আকর্ষণের কেন্দ্রে প্রাক্তন হয়ে যাওয়া ক্যাপ্টেন কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাটের নেতা হিসেবে কোহলি এখন অতীত। সাত বছর পর দলের সাধারণ একজন ক্রিকেটার, ব্যাটার হিসেবে তাঁর নয়া দৌড়-এর শুরুর দিকে নজর রয়েছে সব মহলের। ভারতীয় ওয়ান ডে দলের কার্যনির্বাহী অধিনায়ক লোকেশ রাহুলের নেতৃত্বে কোহলি কেমন পারফর্ম করেন, সেদিকে তাকিয়ে দুনিয়া।
পার্লে এখন প্রবল গরম। তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ফলে বোল্যান্ড পার্কের বাইশ গজ কিছুটা শুকনো হয়ে গিয়েছে। এমন পিচে স্পিনারদের সফল হওয়ার কথা মাথায় রেখে রবীচন্দ্রন অশ্বীনের সঙ্গে যুযবেন্দ্র চাহালকে খেলানোর পথে হাঁটছে টিম ইন্ডিয়া। দুই স্পিনারের পাশে অলরাউন্ডার হিসেবে থাকছেন ভেঙ্কটেশ আইয়ারও। জসপ্রীত বুমরাহ, দীপক চাহাররা তো রয়েছেন পেস আক্রমণের দায়িত্ব নেওয়ার জন্য। সবমিলিয়ে নতুন যুগের সূচনা হতে চলেছে ভারতীয় ক্রিকেটে। যেখানে মূল আকর্ষন ব্যাটার কোহলি।
নয়া ভূমিকায় টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামার আগে বিরাট কিছু নজিরের সামনে দাঁড়িয়ে কোহলি। আর ২৭ রান করতে পারলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়কে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবেন বিরাট। সামনে থাকবে শুধু শচীন তেন্ডুলকার। পাশাপাশি আর ১১৩ রান করতে পারলে দক্ষিণ আফ্রিকার মাটিতে হাজার আন্তর্জাতিক রান পূর্ণ হবে কোহলির।
বিরাট কি এসব পরিসংখ্যান জানেন? তিনি কি তাঁর মুকুটে নয়া পালক যোগ করার ব্যাপারে উৎসাহী? কোহলির মন কী বাত জানার কোনও উপায় নেই। বরং তিনি অনেক বেশি করে ক্রিকেট সাধনার মগ্ন হয়ে রয়েছেন।