Find us on

অন্যরূপে ঐশ্বর্য, ১০০০ শিশুর মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি
শিরোনাম
সিনেমা ও বিনোদন

মুম্বই, ৭ নভেম্বরঃ গত ১ নভেম্বর ছিল ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন। কিন্তু, এবাররে জন্মদিনে উঠে এল তাঁর আরও এক রূপ।

জানা যাচ্ছে, ঐশ্বর্য গত এক বছর ধরে ১০০০ শিশুর মুখে খাবার তুলে দিচ্ছেন। ইস্কন পরিচালিত অনমিত্র ফাউন্ডেশনের হয়েই ওই ১০০০ শিশুর মিড ডে মিলের খাবার যোগাচ্ছেন মিসেস বচ্চন।

জানা যাচ্ছে, মুম্বইতে ৫০০ স্কুল এবং গোটা মহারাষ্ট্রে ২০০০ স্কুলের মিড ডে মিলের যোগান দেয় অনমিত্র ফাউন্ডেশন। আর ওই সংস্থার মাধ্যমেই মুম্বইয়ের ১০০০ পড়ুয়ার কাছে মিড ডে মিলের খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। এ বছর তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিষয়টি প্রকাশ্যে উঠে আসে।

অন্যরূপে ঐশ্বর্য, ১০০০ শিশুর মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *