fbpx

Find us on

বাইক দুর্ঘটনায় মৃত্যু ইস্টবেঙ্গলের আশিয়ান জয়ী মিডফিল্ডার কুলথুঙ্গানের
খেলা
প্রথম পাতা

কলকাতা, ২৮ জুলাইঃ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ইস্টবেঙ্গেলের আশিয়ান কাপ জয়ী দলের মিডফিল্ডার কালিয়া কুলথুঙ্গানের। জানা গিয়েছে, এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়েন তিনি। শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর চাউর হতেই কলকাতা ময়দানে শোকের ছায়া নেমে আসে। ইস্টবেঙ্গলে খেলা সর্বকালের সেরা মিডফিল্ডারদের মধ্যে তাঁর নাম ধরা হয়। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান, ছাড়াও ভবানীপুর এফসি, মুম্বই এফসি ও ভিভা কেরালাতেও খেলেছেন তামিলনাড়ুর তানজাভুরে জন্মানো এই ফুটবলার।

বাইক দুর্ঘটনায় মৃত্যু ইস্টবেঙ্গলের আশিয়ান জয়ী মিডফিল্ডার কুলথুঙ্গানের

Leave a Reply