Find us on

পাক সেনাবাহিনী প্রধানকে আলিঙ্গন করে বিতর্কে সিধু
আন্তর্জাতিক
শিরোনাম

ইসলামাবাদ, ১৮ অগাস্টঃ সংসদের ছাড়পত্র গতকালই পেয়ে গিয়েছিলেন।
আজ সেই মোতাবেক রাষ্ট্রপতি ভবনে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন ইমরান খান। শপথবাক্য পাঠ করান পাক রাষ্ট্রপতি মামনুন হুসেইন। বন্ধু ইমরানের আমন্ত্রণে হাতেগোনা অতিথিদের মধ্যে অনুষ্ঠানে হাজির নভজ্যোৎ সিং সিধু বসেছিলেন প্রথমসারিতে।
গতকালই ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন সিধু। লাহোর হয়ে তারপর সোজা ইসলামাবাদ। বন্ধু পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর জন্য কাশ্মীরি শাল নিয়ে গিয়েছেন। সঙ্গে বন্ধুত্বের বার্তাও। পাকিস্তানে পা রেখেই প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা সিধু বলেন, ভারতের তরফে বন্ধুত্বের প্রতিনিধি হিসেবে ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছেন।
যদিও বন্ধুত্বের ফেরিওয়ালা হওয়ার পথে নতুন বিতর্কের জন্ম দেন নভজ্যোৎ সিং সিধু। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে সিধুকে। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন ওপেনার।

পাক সেনাবাহিনী প্রধানকে আলিঙ্গন করে বিতর্কে সিধু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *