কলকাতা: বেলা সওয়া ১২টা বাজতেই নেতাজির জন্মক্ষণে বেজে উঠল সাইরেন। শঙ্খ বাজাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এভাবেই তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে মাল্যদান করেন তিনি। এরপর একে একে নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন নেতাজি পরিবারের সদস্যরা থেকে অন্যান্য বিশিষ্টরা। এদিন মঞ্চে গান গাইতে শোনা যায় নেতাজি পরিবারের সদস্য সুগত বসু ও তাঁর ভাইকে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘নেতাজি শুধু বাংলার নন, তিনি দেশের, তিনি গোটা বিশ্বের।’ বাংলায় যোজনা কমিশন গড়ে তোলা হবে বলে জানান তিনি। পাশাপাশি, এদিন মোদি সরকারকে নিয়ে সমালোচনা করতেও ছাড়লেন না মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ক্ষমতায় এসে যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছে মোদি সরকার। এই সিদ্ধান্তকে লজ্জার বলে অভিহিত করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এনসিসির আদলে স্কুলে কলেজে জয় হিন্দ বাহিনী গড়ে তোলা হবে। নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় হবে।’