নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ফের কি লকডাউনের পথে হাঁটবে? এমন প্রশ্ন দীর্ঘদিন ঘুরপাক খাচ্ছে। এদিকে, দেশে সংক্রামিতের সংখ্যাও বাড়ছে। যদিও মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, করোনা সংক্রামিতের সংখ্যা বাড়ছে ঠিকই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে আর সংক্রমণ রুখতে ভারতে লকডাউনের প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে টিকাকরণ, মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর বিশেষ জোর দিতে হবে।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার সংক্রামিত হয়েছিলেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে ৪৪ হাজার ৮৮৯। বেড়েছে দৈনিক মৃত্যুও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ৩১০। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার। পজিটিভিটি রেট ১৫.১৩ শতাংশ। গতকাল তা ছিল ১৪.৪৩ শতাংশ।