রায়গঞ্জ: দু’দিন ধরে বিকল আল্ট্রাসনোগ্রাফি মেশিন। রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালের ইউএসজি বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবার-পরিজনরা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীরা সেখানে যান। মেডিকেল কর্তৃপক্ষ কথা বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযোগ, দু’দিন ধরে আল্ট্রাসনোগ্রাফি মেশিন খারাপ হয়ে থাকায় মেডিকেলে এসে সমস্যায় পড়ছেন গর্ভবতী মহিলা সহ অন্যান্য রোগীরা। এদিন প্রায় ৪০জন গর্ভবতী মহিলা ইউএসজি করাতে এসে ফিরে যেতে বাধ্য হন। গতকালও একই অবস্থা ছিল। রোগীদের বক্তব্য, দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বলা হচ্ছে মেশিন খারাপ। এই বিষয়ে রায়গঞ্জ মেডিকেলের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় জানান, যত দ্রুত সম্ভব ইউএসজি মেশিন ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে।